এসএসসি মামলা: ‘অযোগ্যদের নয়’, সব মামলা হাই কোর্টে পাঠাল সুপ্রিম কোর্ট

Citizenship before voting right Supreme Court

সএসসি শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ঘিরে একাধিক মামলার জট অবশেষে খুলল। এসএসসি–সংক্রান্ত সমস্ত মামলাই কলকাতা হাই কোর্টে স্থানান্তর করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বুধবার বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়—কোনও পরিস্থিতিতেই অযোগ্য প্রার্থীকে নিয়োগ করা যাবে না।

অযোগ্য PwD প্রার্থী থেকে অতিরিক্ত ১০ নম্বর—সব মামলাই হাই কোর্টে

ডিভিশন বেঞ্চ জানায়, অযোগ্য বিশেষ চাহিদা সম্পন্ন (PwD) প্রার্থীকে ইন্টারভিউ ডাকার অভিযোগ, অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত ১০ নম্বর প্রদান নিয়ে বিতর্ক এবং একাদশ–দ্বাদশ পর্যায়ের এসএসসি শিক্ষক নিয়োগ সংশ্লিষ্ট সমস্ত মামলা—এখন থেকে সবই শুনবে কলকাতা হাই কোর্ট।

   

শীর্ষ আদালত ফের সতর্ক করেছে—যোগ্যতার নিয়ম ভাঙলে বা অযোগ্য প্রার্থীদের ঢুকতে দিলে তার দায় কোনও ভাবেই এড়ানো যাবে না।

অযোগ্যদের পূর্ণ তালিকা প্রকাশের নির্দেশ Supreme Court SSC Case Transfer

আদালত এদিন এসএসসিকে নির্দেশ দেয়—অযোগ্য প্রার্থীদের সম্পূর্ণ তালিকা জনসমক্ষে আনতে হবে। শুধু নাম বা পরিচয় নয়, সংশ্লিষ্ট সমস্ত তথ্যসহ সেই তালিকা প্রকাশ করতে হবে। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতেই এই নির্দেশ।

নতুন চাকরিপ্রার্থীদের পরীক্ষা, অতিরিক্ত নম্বর—সব বিতর্কই হাই কোর্টে

এসএসসির নতুন বিজ্ঞপ্তি, পরবর্তী পরীক্ষা, এবং চাকরিপ্রার্থীদের জন্য অতিরিক্ত নম্বর প্রদানের সিদ্ধান্ত নিয়ে বুধবার আদালতে বিস্তর সওয়াল–জবাব হয়। সব শুনে সুপ্রিম কোর্ট জানায়—এসএসসি নিয়োগ সম্পর্কিত কোনও মামলাই আর সুপ্রিম কোর্ট শুনবে না, কেউ চাইলে মামলা প্রত্যাহার করতে পারেন, তবে বাকি মামলা যাবে কলকাতা হাই কোর্টে।

২০১৬–র নিয়োগ থেকে নতুন বিতর্ক—আইনি লড়াই দীর্ঘ

২০১৬ সালে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করেছিল এসএসসি। দুর্নীতির অভিযোগ ওঠায় গত এপ্রিলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ পুরো প্যানেলই বাতিল করে। এরপর নতুন বিজ্ঞপ্তি জারি করে এসএসসি; হয় পরীক্ষা, প্রকাশিত হয় ফলাফল। ইন্টারভিউয়ের ডাক পাঠানো শুরু হতেই ফের একাধিক অভিযোগ ওঠে—যার জেরে মামলা যায় হাই কোর্ট ও সুপ্রিম কোর্টে।

শেষপর্যন্ত সেই মামলাগুলির ভবিষ্যৎ স্থির করল শীর্ষ আদালত। এসএসসি নিয়োগ সংক্রান্ত সমস্ত আইনি লড়াইয়ের কেন্দ্র এখন কলকাতা হাই কোর্ট।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন