সুপ্রিম কোর্টে হল না আরজি কর মামলার শুনানি! কবে শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ?

নয়াদিল্লি: তালিকায় ছিল, কিন্তু বুধবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হল না। এদিন দুপুরে শুনানি হওয়ার কথা ছিল৷ বদলে আগামী ২৯ জানুয়ারি বুধবার দুপুর…

SSC 2016 recruitment cancellation

নয়াদিল্লি: তালিকায় ছিল, কিন্তু বুধবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হল না। এদিন দুপুরে শুনানি হওয়ার কথা ছিল৷ বদলে আগামী ২৯ জানুয়ারি বুধবার দুপুর দুটোয় মামলাটি শুনবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ। ওই দিন দুপুর ২টোয় শুনানি হওয়ার কথা। (Supreme Court postpones RG Kar case hearing)

দোষী প্রমাণিত হয়েছে সঞ্জয় Supreme Court postpones RG Kar case hearing

আরজি কর মামলার ইতিমধ্যেই দোষী প্রমাণিত হয়েছে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়৷ তাকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেছে রাজ্য সরকার। রাজ্যের সেই আবেদনকে আবার চ্যালেঞ্জ করেছে সিবিআই। এই ঘটনায় রাজ্যের আদৌ মামলা করার এক্তিয়ার আছে কিনা, সেই প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় সংস্থা৷ 

গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের চারতলা সেমিনার রুম থেকে উদ্ধার হয় পড়ুয়া চিকিৎসকের দেহ৷ ধর্ষণ করে খুন করা হয় তাঁকে৷ ওই ঘটনায় কলকাতা পুলিশের থেকে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চার্জশিটে একমাত্র অভিযুক্ত হিসাবে সঞ্জয় রায়ের নাম উল্লেখ করা হয়। শিয়ালদহ আদালতে দোষীর সর্বোচ্চ শাস্তির দাবিও জানিয়েছিল সিবিআই। কিন্তু বিচারক তাঁর পর্যবেক্ষণে জানান, এই ঘটনা ‘বিরলের মধ্যে বিরলতম’ নয়৷ তবে বয়ান, ও তথ্য-প্রমাণের ভিত্তিতে সঞ্জয়ের অপরাধ প্রমাণিত৷ তাকে আমৃত্যু জেলে থাকতে হবে৷

Advertisements

দুটি মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে Supreme Court postpones RG Kar case hearing

এই ঘটনায় মোট দু’টি মামলা হয়েছিল। একটি, ধর্ষণ ও খুনের মামলা, অপরটি আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলা। এই দু’টি মামলাই স্বতঃপ্রণোদিত ভাবে শুনবে বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট৷ এর আগে একাধিক এই মামলা শোনা হলেও, নিম্ন আদালতে সঞ্জয়ের শাস্তি ঘোষণার পর এখনও পর্যন্ত মামলাটি শোনেনি শীর্ষ আদালত। এরই মধ্যে নির্যাতিতার বাবা-মা শীর্ষ আদালতে নতুন করে নিজেদের বক্তব্য জানানোর আর্জি জানিয়েছিলেন। সেই আর্জি মেনেই বুধবার মামলার শুনানি ছিল প্রধান বিচারপতির বেঞ্চে। কিন্তু এদিন শুনানি হল না। এক সপ্তাহ পর মামলাটি শুনবে আদালত৷