HomeWest BengalKolkata Cityপথকুকুরদের নিয়ন্ত্রণে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

পথকুকুরদের নিয়ন্ত্রণে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

- Advertisement -

দেশের নাগরিকদের নিরাপত্তা ও স্বাস্থ্যের স্বার্থে সুপ্রিম কোর্ট নতুন নির্দেশ দিয়েছে। আদালতের নির্দেশে এখন থেকে স্কুল, বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, হাসপাতালসহ যে কোনো জনবহুল এলাকায় পথকুকুর (Street Dogs) সম্পূর্ণভাবে সরানো বাধ্যতামূলক। শুক্রবার অনুষ্ঠিত শুনানিতে শীর্ষ আদালত এই নির্দেশনা প্রদান করে।

সুপ্রীম কোর্টের এই নির্দেশের মূল লক্ষ্য হলো জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং পথকুকুরের কারণে হওয়া দুর্ঘটনা ও স্বাস্থ্যঝুঁকি কমানো। আদালতের রায় অনুযায়ী, শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান বা হাসপাতাল নয়, বরং যেকোনো স্থান যেখানে মানুষজন ঘন ঘন যাতায়াত করেন, সেখানে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।

   

স্থানীয় প্রশাসন এবং মিউনিসিপ্যাল কর্পোরেশনকে এবার দায়িত্ব নিতে হবে। স্থানীয় কর্তৃপক্ষকে নির্ধারিত সময়সীমার মধ্যে জনবহুল এলাকায় থাকা পথকুকুরদের নিরাপদভাবে সরানোর ব্যবস্থা করতে হবে। তবে আদালত আরও নির্দেশ দিয়েছে, এটি হতে হবে মানবিক পদ্ধতিতে, অর্থাৎ কুকুরদের কোন রকম আহত বা ক্ষতি করা যাবে না।

শুনানিতে সুপ্রিম কোর্ট বিশেষভাবে উল্লেখ করেছে, “শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, রেলওয়ে স্টেশন এবং অন্যান্য জনবহুল স্থানগুলি সকলের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত হওয়া উচিত। এখানে পথকুকুর থাকা মানুষের জন্য ঝুঁকিপূর্ণ। তাই প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়া বাধ্যতামূলক।”

এই নির্দেশের ফলে কেবল নাগরিকরাই উপকৃত হবেন না, বরং পথকুকুরের জন্যও নিরাপদ আশ্রয় ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করা হবে। পশু সেবা সংস্থা এবং এনজিওগুলিকে সহায়তার জন্য যুক্ত করা হবে। এই নির্দেশের মাধ্যমে কুকুরদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে স্থানান্তর করা হবে, যেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা, টিকা প্রদান এবং পুনর্বাসনের ব্যবস্থা থাকবে।

 

 

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular