রাজ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করলেন বিচারপতি

সুপ্রিম কোর্টে শুনানি (Supreme Court Hearing) চলাকালীন ডাক্তারদের নিরাপত্তা সম্পর্কে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছেন, “এই ঘটনায় জ্যাকলে গ্রেফতার করা হয়েছে তিনি অভিযুক্ত পুলিশেরই এক…

রাজ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করলেন বিচারপতি

সুপ্রিম কোর্টে শুনানি (Supreme Court Hearing) চলাকালীন ডাক্তারদের নিরাপত্তা সম্পর্কে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছেন, “এই ঘটনায় জ্যাকলে গ্রেফতার করা হয়েছে তিনি অভিযুক্ত পুলিশেরই এক জন। তিনি পেশায় এক জন সিভিক ভলান্টিয়ার। হাসপাতালের নিরাপত্তার জন্য ওই সিভিক ভলান্টিয়ারকেই দায়িত্ব দেওয়া হয়নি তো? স্পষ্ট বোঝা যাচ্ছে যে নিরাপত্তার অভাব ছিল বলেই তো ওই সিভিক ভলান্টিয়ার গোটা হাসপাতালজুড়ে ঘুরে বেড়িয়েছেন।” তিনি আরও বলেছেন, “নিরাপত্তার জন্য পুলিশের ব্যবস্থা রাখা উচিত।”

রাজ্যের আইনজীবীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতির প্রশ্ন, “নিরাপত্তার দায়িত্বে অস্থায়ী কর্মী কেন রাখবেন? হাসপাতালে সবসময় কাজ চলছে। ডাক্তাররা ৩৬ ঘণ্টা কাজ করছেন। সেখানে নিরাপত্তার এমন ব্যবস্থা কেন?” এছাড়াও রাজ্যের হাসপাতালে নিরাপত্তা দেবার বিষয় সম্পর্কে প্রধান বিচারপতি বলেন, “আগেরবারের শুনানিতে রাজ্যের হাসপাতালে পরিষেবা ঠিক রাখার নির্দেশ দিয়েছিলাম। আমরা বলেছিলাম ডাক্তারদের পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করতে হবে। রাজ্য এখনও পর্যন্ত কী পদক্ষেপ নিয়েছে?”

Advertisements

এই প্রশ্নের উত্তরে রাজ্যের আইনজীবী বলেছেন, “আমরা যথাযথ পদক্ষেপ নিয়েছি। এই বিষয়ে আদালতকে বিস্তারিত জানাচ্ছি। আগামী ৭-১৪ দিনের মধ্যে আলাদা করে রেস্টরুম বানানোর কাজ শেষ হয়ে যাবে” প্রসঙ্গত, অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেফতার করার পরই রাজ্যের হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে একাধিকবার। এই প্রসঙ্গেই করে ব্যবস্থা নেবার নির্দেশ দিল আদালত।