নয়াদিল্লি: রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতা (ডিএ) নিয়ে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ নির্দেশ। শুক্রবার শীর্ষ আদালত রাজ্য সরকারকে ২৫ শতাংশ বকেয়া ডিএ ৪ সপ্তাহের মধ্যে দেওয়ার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে, মামলার পরবর্তী শুনানি হবে আগামী অগাস্ট মাসে। (Supreme Court DA order)
৫০ শতাংশ বকেয়া মহার্ঘভাতা দেওয়ার দাবি ছিল
এদিন বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ রাজ্যকে এই নির্দেশ দেয়। আদালত জানায়, ৫০ শতাংশ বকেয়া মহার্ঘভাতা দেওয়ার দাবি ছিল, তবে রাজ্য সরকার এর বিরোধিতা করে জানায়, এটি সম্ভব নয়। রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি জানান, এই পরিমাণ ডিএ দিলে রাজ্য আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বে। এরপরে, আদালত রাজ্য সরকারকে অন্তত ২৫ শতাংশ বকেয়া ডিএ চার সপ্তাহের মধ্যে কর্মচারীদের প্রদান করার নির্দেশ দেয়।
মামলাকারী আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘‘শীর্ষ আদালতের এই নির্দেশে কর্মচারীরা কিছুটা হলেও তাঁদের অধিকারের স্বীকৃতি পেলেন।’’ তিনি আরও বলেন, ‘‘রাজ্য সরকার দীর্ঘ দিন ধরে আমাদের প্রাপ্য অধিকার অস্বীকার করছিল। আজ সুপ্রিম কোর্ট সেই অধিকারকে স্বীকৃতি দিল।’’
বর্তমানে ১৮ শতাংশ মহার্ঘভাতা পান Supreme Court DA order
বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা ১৮ শতাংশ মহার্ঘভাতা পান। কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেন, যার পরিমাণ ১৮ শতাংশে পৌঁছায়। তবে কেন্দ্রীয় কর্মচারীদের তুলনায় রাজ্যের কর্মচারীদের ডিএ এখনও অনেক কম, কারণ কেন্দ্রীয় কর্মীরা ৫৫ শতাংশ ডিএ পান।
এদিকে, রাজ্য সরকারের পক্ষ থেকে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, ‘‘অর্ডার এখনও হাতে পাইনি। পাওয়ার পর এ বিষয়ে মন্তব্য করব।’’
২০১২ সাল থেকে মামলা
২০১২ সালে রাজ্যের ডিএ সংক্রান্ত মামলা প্রথম সুপ্রিম কোর্টে ওঠে। এরপর বার বার শুনানি পিছিয়ে যায়। গত বছরের নভেম্বরে আবার নতুন করে এই মামলা সুপ্রিম কোর্টে যায়। বিচারপতিরা জানান, হাই কোর্টের নির্দেশে কোনো ভুল নেই এবং রাজ্য সরকার কর্মচারীদের বকেয়া ডিএ প্রদানে বাধ্য।
২০১৯ সালে রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় হারের সমতুল ডিএ দাবি করে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছিলেন কয়েকজন সরকারি কর্মচারী। সেই মামলায় ২০২২ সালে হাই কোর্ট রাজ্যকে কেন্দ্রীয় কর্মচারীদের সমতুল ৩১ শতাংশ ডিএ দেওয়ার নির্দেশ দেয়। তবে রাজ্য সরকার ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায়, এবং আজ সুপ্রিম কোর্টের এই রায় আসলো।
এখন, রাজ্য সরকারি কর্মচারীরা সুপ্রিম কোর্টের এই রায়ের পর কিছুটা স্বস্তি পেয়েছেন, তবে তাঁরা আশা করছেন, পরবর্তী শুনানির পরে তাঁদের পূর্ণ বকেয়া ডিএ প্রদান করা হবে।
West Bengal: Supreme Court orders West Bengal government to pay 25% DA arrears to state employees within 4 weeks. Next hearing in August. Court acknowledges state’s financial concerns regarding 50% demand.