Subhash Sarkar: কেন্দ্রীয় মন্ত্রীকে জেলা বিজেপি দফতরে ‘তালাবন্দি’ করল সমর্থকরা

Minister Subhash Sarkar

কেন্দ্রীয় মন্ত্রীকে ঘেরাও করে ঘরে তালা বন্ধ করে দিল তারই দলের কর্মীরা। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে (Subhash Sarkar) ঘেরাও করে তালা বন্ধ করে দেন বিজেপি কর্মীরা। বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে তালা বন্ধ করে দেওয়া হয় সাংসদকে। কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে ‘দূর হঠো’ স্লোগান দিয়ে ক্ষোভে ফেটে পড়েন দলীয় কর্মীরা। বিজেপির জেলা সভাপতি দলীয় কার্যালয়ে এলে তাকে ঘিরেও প্রবল বিক্ষোভ হয়।

প্রসঙ্গত, আজ বাঁকুড়া জেলা সাংগঠনিক কার্যালয়ে আসেন সুভাষ সরকার। সেখানে দলীয় নেতৃত্বের সঙ্গে একটি বৈঠক করার কথা ছিল তার। খবর পেয়ে বেশ কিছু বিজেপি কর্মী কার্যালয়ে জড়ো হন। তারা প্ল্যাকার্ড হাতে এসে সুভাষ সরকার ‘দূর হঠো’, ‘গো ব্যাক’ স্লোগান তোলেন।

   

বিক্ষোভকারীদের দাবি, সুভাষ সরকার সাংসদ হয়েও সাংগঠনিক ক্ষেত্রে একনায়কতন্ত্র চালিয়ে যাচ্ছেন। সাংগঠনিক দিকে দিয়ে ভাল যেসব বিজেপি কর্মী রয়েছেন, তাদের একের পর এক নির্বাচনে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। লোকসভার নির্বাচনে তারা বিজেপির বা সুভাষ সরকারের হয়ে প্রচারে নেমেছিলেন, খেটেছিলেন। সুভাষ সরকার সাংসদ এবং শিক্ষা প্রতিমন্ত্রী হয়ে যাওয়ার পরেই সাংগঠনিক দিকটা অনেকটা দুর্বল হয়ে যায়।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনেও জঙ্গলমহল বিজেপির হাতছাড়া হয়ে গেছে। পঞ্চায়েত নির্বাচনেও বাঁকুড়া সাংগঠনিক জেলায় বিজেপি খারাপ ফল করেছে। সেই কারণে বিক্ষোভকারীরা দাবি জানান, এ বিষয়ে রাজ্য নেতৃত্ব হস্তক্ষেপ করুন। এখনও পর্যন্ত সুভাষ সরকার তালা বন্দি অবস্থায় রয়েছেন। বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল যখন কার্যালয়ে আসেন, তখন তার সঙ্গে হাতাহাতি, ধস্তাধস্তিও হয় বিক্ষোভকারীদের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন