ঘাটালে হিরণকে পিছনে ফেলে ‘সুপারস্টার’ দেব-ই

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ৪৯২৯৬ ভোটে এগিয়ে আছেন তৃণমূলের দু’বারের সাংসদ দীপক অধিকারী (দেব) ,পিছিয়ে আছেন বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। ঘাটাল লোকসভা কেন্দ্র এবার দুই…

dev hiran ghatal

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ৪৯২৯৬ ভোটে এগিয়ে আছেন তৃণমূলের দু’বারের সাংসদ দীপক অধিকারী (দেব) ,পিছিয়ে আছেন বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। ঘাটাল লোকসভা কেন্দ্র এবার দুই অভিনেতার রাজ্য-রাজনীতির লড়াইয়ের ক্ষেত্রে পরিনত হয়েছে। তবে এই ক্ষেত্র আগে থেকেই দেবভূমি হিসাবে পরিচিত ছিল। এবার লোকসভার লড়াইয়ে তৃণমূলের প্রার্থী দেব, বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে।

এই ঘাটাল লোকসভা কেন্দ্রটি পশ্চিম মেদিনীপুরের ছ’টি বিধানসভা এবং পূর্ব মেদিনীপুর জেলার একটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। পাঁশকুড়া পূর্ব, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল এবং কেশপুর এই সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে ঘাটাল লোকসভা কেন্দ্র গঠিত। সাত বিধানসভা কেন্দ্রের মধ্যে ৫টি কেন্দ্র ছিল তৃণমূলের দখলে রেখেছে। তবে পাঁশকুড়া, ডেবরায় জিতেছিল বিজেপি।

   

তবে ঘাটাল মাস্টার প্ল্যানে বিশেষ গুরুত্ব না দেওয়ার কারনে লোকসভা নির্বাচনে ঘাটালের ভোটের বড় ইস্যু হয়ে দাঁড়ায়। যদিও ক্ষমতায় এলে এবার দ্রুত এই মাস্টার প্ল্যান শেষ করার প্রতিশ্রুতি দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবুও দু’বারের সাংসদ দীপক অধিকারী (দেব) স্বপ্ন দেখান ঘাটালবাসীকে। তিনি
প্রথম বার সিপিআইকে হারিয়ে। দ্বিতীয় বার বিজেপিকে। দখলে রাখে এই ঘাটালকে।

তবে লোকসভা নির্বাচনের প্রার্থী বাছাইয়ের সময় নির্বাচনে দাঁড়াতে নারাজ দেব কারন ঘাটাল মাস্টারপ্ল্যান না হওয়ার কারনে। তবে রাজ্য সরকার ঘাটাল মাস্টারপ্ল্যান কার্যকর করবে এমন প্রতিশ্রুতি দিলেই তিনি ভোটে লড়তে রাজি হন। তবে দেবের ক্ষমতার অবসান ঘটাতে বিজেপি প্রার্থী হিসাবে বাছাই করে অভিনেতা হিরণকে। তবে ২০১৯ সালের পরিসংখ্যান অনুসারে, তৃণমূল প্রার্থী দেব ৭১৭৯৫৯ ভোট পেয়ে জয় লাভ করে।