মাঝসমুদ্রে ট্রলার ডুবি নিখোঁজ ৪৯, হেলিকপ্টারে তল্লাশি ডায়মন্ডহারবারে

দুর্যোগের কারণে মাঝসমুদ্রে বিপদের মুখে মৎসজীবীরা। ডায়মন্ড হারবারের সুলতানপুর মৎস্যবন্দর থেকে ট্রলার নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন তাঁরা। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে সকলেই ফিরে…

Sundarban fishermen mishap at bay of bengal due to bad weather

দুর্যোগের কারণে মাঝসমুদ্রে বিপদের মুখে মৎসজীবীরা। ডায়মন্ড হারবারের সুলতানপুর মৎস্যবন্দর থেকে ট্রলার নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন তাঁরা। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে সকলেই ফিরে এলেও তিনটি ট্রলারে থাকা মোট ৪৯ জন মৎস্যজীবীর কোনও সন্ধান পাওয়া যায়নি। সোমবার সকাল থেকেই ওই ট্রলারগুলির মালিকের বাডিতে জড়ো হন নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারের সদস্যেরা। পরিবারের সদস্যদের খোঁজে কান্নায় ভেঙে পড়েন অনেকে।

মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে বসবেন জুনিয়ার ডাক্তাররা? মেল পেয়েই বসলেন আলোচনায়

   

গতকাল অর্থ্যাৎ রবিবারের মধ্যে উপকূলে ফিরে আসার কথা ছিল তাঁদের। বাকি মৎস্যজীবীরা ফিরে এলেও খোঁজ পাওয়া যায়নি ওই ৪৯ জনের। ওই মৎস্যজীবীদের সন্ধানে আগেই নৌকা এবং ট্রলার নিয়ে তল্লাশি শুরু হয়েছল। সোমবার আকাশপথে, হেলিকপ্টার নিয়েও তল্লাশি চালানো হয়। উপকূলবর্তী এলাকাগুলিতেও নিখোঁজ মৎসজীবীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

সোশ্যাল মিডিয়ায় কুণাল- শতরূপে ইঁদুর খরগোশ খেলা চরমে

মৎসজীবীদের সূ্ত্রে জানা গিয়েছে রবিবার শ্রী হরি সহ তিনটি ট্রলারের ইঞ্জিন আচমকা বিকল হয়ে যায়। যারফলে মাঝসমুদ্রে বেকায়দায় পড়তে হয় মৎসজীবীদের। তারপর আবওহাওয়া অত্যন্ত দুর্যোগপূর্ণ হওয়া আর ট্রলারগুলির খোঁজ পাওয়া যায়নি। তবে নিখোঁজদের উদ্ধারে তৎপর হয়েছে প্রশাসন।

মিনিটস মেনে বৈঠক করতে চেয়ে জুনিয়র চিকিৎসকদের চিঠি মুখ্য সচিবের

গত বৃহস্পতিবার মাঝ সমুদ্রে ঝড়ের কবলে পড়েছিল বাংলাদেশি ট্রলার। আর সেই ধাক্কা সামলাতে না পেরে জলের মধ্যে পড়ে যায় বাংলাদেশি মৎসজীবীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই বঙ্গোপসাগর থেকে বাংলাদেশি মৎস্যজীবীদের উদ্ধার করে ভারতীয় মৎস্যজীবীরা। স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, প্রাকৃতিক দুর্যোগ থাকার কারণে ‘এফবি পারমিতা ৫’ নামক একটি ভারতীয় ট্রলার সমুদ্র থেকে উপকূলের দিকে ফিরে আসছিল। আর ফিরে আসার সময় ওই ট্রলারের মৎস্যজীবীরা বেশ কয়েকজনকে সমুদ্রে ভেসে থাকতে দেখেন। ভাসতে থাকা ব্যক্তিদের দেখেই তাঁদেরল দিকে এগিয়ে যায় ভারতীয় ট্রলারটি। তারপর দড়ি, লাইফবোট নামিয়ে ভেসে থাকা ওই ব্যক্তিদের উদ্ধার করেন ওই ভারতীয় ট্রলারে থাকা মৎসজীবীরা। এরপরই উদ্ধার হওয়া প্রত্যেকেই নিজেদের বাংলাদেশি বলে জানান।