Sukanya Mondal : সুকন্যা মণ্ডলের গ্রেফতারি ইস্যুতে কটাক্ষ দিলীপ ঘোষের

সুকন্যা মণ্ডলের (Sukanya Mondal) গ্রেফতার ইস্যুতে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন, “তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন, হেফাজতে নেওয়া দরকার ছিল।”

Sukanya Mondal : সুকন্যা মণ্ডলের গ্রেফতারি ইস্যুতে কটাক্ষ দিলীপ ঘোষের

সুকন্যা মণ্ডলের (Sukanya Mondal) গ্রেফতার ইস্যুতে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন, “তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন, হেফাজতে নেওয়া দরকার ছিল।” প্রসঙ্গত, বুধবার দিল্লী থেকে গ্রেফতার করা হয় অনুব্রতের মেয়ে সুকন্যা মণ্ডলকে। গ্রেপ্তারের পর থেকেই শাসকদলের বিরুদ্ধে সোচ্চার বিরোধীরা

গ্রেফতারের বিষয়ে দিলীপ বলেন, “এটা হওয়ারই ছিল, তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। প্রতিদিনই নতুন নতুন নাম আসছে। তার কাছ থেকে তথ্য পেতে তাকে হেফাজতে নেওয়া দরকার।” বুধবার সকালে দিল্লীর ইডি অফিসে হাজির হন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। সূত্রের খবর, সুকন্যা মণ্ডলের আইনজীবীকে ইডি অফিসে ঢুকতে দেওয়া হয়নি।

জিজ্ঞাসাবাদে সঠিক উত্তর দেননি সুকন্যা, দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ এড়িয়ে যান তিনি। সেই অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়। কালিয়াগঞ্জে পুলিশের ওপর হামলা, থানায় অগ্নিসংযোগসহ যাবতীয় অশান্তির জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করেন দিলীপ।তিনি বলেন, “পুলিশকে যেভাবে মারধর করা হয়েছে তার জন্য মুখ্যমন্ত্রী এবং তার দলের লোকজন সম্পূর্ণভাবে দায়ী। পুলিশকে তাদের কাজ করতে দিন। “

Advertisements

তিনি এও বলেন, “বাংলায় কীভাবে একটি বাচ্চা মেয়ে ধর্ষণের শিকার হলো, কীভাবে সে মারা গেল, তাকে টেনে নিয়ে যাওয়ার এমন ছবি আগে দেখেছে বাংলা? তারা মনে করেন, রাজনৈতিক নেতাদের জন্য কাজ করতে গিয়ে পুলিশ তাদের দায়িত্ব ভুলে গেছে এবং এর ফল ভোগ করছে।” সুকন্যা মণ্ডলকে (Sukanya Mondal) গ্রেফতারিতে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে বলতে শোনা যায়, “অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। এটা একটা আইনি প্রক্রিয়া। কেউ দোষী হলে তার শাস্তি হবে। তৃণমূল কংগ্রেস কাউকে আইনের সামনে বাঁচাতে যায়নি, যাবেও না।”