cow smuggling: আরও দুমাস তিহার জেলেই সুকন্যার বাসস্থান

গরু পাচার (cow smuggling) মামলায় আরও দুমাস তিহাড় জেলেই থাকতে হবে সুকন্যাকে। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের বিশেষ বেঞ্চ তার জেল হেফাজতের মেয়াদ দুমাস বাড়িয়ে দিল।

Sukanya Mandal, daughter of Anubrata Mandal, in a distressed state

গরু পাচার (cow smuggling) মামলায় আরও দুমাস তিহার জেলেই থাকতে হবে সুকন্যাকে। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের বিশেষ বেঞ্চ তার জেল হেফাজতের মেয়াদ দুমাস বাড়িয়ে দিল।

গোরুপাচার মামলায় সদ্যই চার্জশিট পেশ করেছে সিবিআই। যাতে অনুব্রত, মণীশ কোঠারি, সায়গল হোসেনের মতো নাম রয়েছে সুকন্যারও। সেই চার্জশিটের ভিত্তিতে তদন্তের জন্য আরও সময় প্রয়োজন তদন্তকারী সংস্থার।

   

এই ভিত্তিতে অনুব্রত মণ্ডল সহ অন্যান্যদের ১২ জুলাই পর্যন্ত জেল হেফাজতের মেয়াদ বাড়িয়েছে আদালত। এবার সুকন্যা এবং অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারির জেল হেফাজতের মেয়াদও ১২ জুলাই পর্যন্ত বাড়িয়ে দিল রাউস অ্যাভিনিউ কোর্ট।

গোরু পাচার মামলায় অভিযুক্ত সকলেই এখন তিহাড় জেলে রয়েছেন। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস  সভাপতি অনুব্রত মণ্ডল-সহ এই মামলার অন্যান্য অভিযুক্তরা রয়েছেন ৭ নং ব্লকে।  সুকন্যাকে রাখা হয়েছে মহিলা ব্লকে।

Advertisements

ইতিমধ্যে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সুকন্যার তরফে রাউস অ্যাভিনিউ কোর্টে জামিনের আবেদন করা হয়েছিল। সেই আবেদনের শুনানি হবে আগামী ২৬ মে।

উল্লেখ্য, গোরু পাচার মামলায় গত ২৬ এপ্রিল সুকন্যা মণ্ডলকে গ্রেপ্তার করে ইডি। তারপর দিন কয়েক তিনি ছিলেন ইডি হেফাজতে। তারপরই তাকে পাঠানো হয় তিহার জেলে।

সুকন্যার আইনজীবীরা দাবি করে আসছেন, তিনি কিছুই জানতেন না। অনুব্রত যা বলতেন, সেইমতো কাজ করতেন শুধু।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News