চন্দ্রনাথকে ঘিরে বিস্ফোরক মন্তব্য সুকান্তের, কী বললেন তিনি!

Sukanta Hints at Delay in Final Decision on Humayun Kabir
Sukanta Hints at Delay in Final Decision on Humayun Kabir

শান্তিনিকেতনে বিশ্বভারতী আয়োজিত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসের অনুষ্ঠানে এসে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে ঘিরে বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। তাঁর অভিযোগ, ‘পাপের রোজগার অত সহজে হজম করা যায় না’।

চন্দ্রনাথ সিনহা তৃণমূলের প্রাক্তন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের পর থেকেই সিবিআইয়ের নজরে। কয়েক মাস আগে তাঁর বাড়ি থেকে ৪০ লক্ষ টাকা উদ্ধার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে প্রায় দেড় কোটি টাকার লেনদেনের তথ্য মেলে তদন্তকারীদের হাতে। দিন কয়েক আগে তাঁকে কলকাতার নিজাম প্যালেসে হাজিরার নোটিশ দেওয়া হলেও তিনি উপস্থিত হননি। এর পরেই সিবিআই তাঁর বিরুদ্ধে চার্জশিট জমা দেয় এবং রাজ্যপালের অনুমতিতে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হয়।

   

এই প্রেক্ষিতেই শুক্রবার শান্তিনিকেতনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, “তদন্ত হওয়া উচিত। রাজ্যপাল তো ছাড়পত্র দিয়েছেন। আপনারা তো চন্দ্রনাথকে চাঁদুদা বলে ডাকেন। চাঁদুদা এবার খেল দেখবেন। খেলা তো এখনও দেখেননি। শুধু চাঁদুদা নন, তৃণমূলের প্রচুর বিধায়ক, সাংসদরা যারা টাকা নিয়ে চাকরি দিয়েছেন। পাপের রোজগার অত সহজে হজম করা যায় না। যেটা খেয়েছেন সেটা বমি করতে হবে।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন