সরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় মৃত বিজেপি নেত্রীর বাড়িতে সুকান্ত

দলীয় নেত্রীর মৃত্যুতে সরকারি হাসপাতালের ঔষধ দুর্নীতি নিয়ে ফের সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। গত ২৩ সেপ্টেম্বর পেটের ব্যাথায় প্রাক্তন পঞ্চায়েত সদস্যা তথা মহিলামোর্চার…

Sukanta-Majumder

দলীয় নেত্রীর মৃত্যুতে সরকারি হাসপাতালের ঔষধ দুর্নীতি নিয়ে ফের সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। গত ২৩ সেপ্টেম্বর পেটের ব্যাথায় প্রাক্তন পঞ্চায়েত সদস্যা তথা মহিলামোর্চার নেত্রী মামনি বর্মনকে বালুরঘাট হাসপাতালে ভর্তি করান পরিবারের লোকেরা। অভিযোগ ভর্তির দীর্ঘক্ষণ চিকিৎসক পৌঁছান। ইনজেকশন দেওয়ার কিছুক্ষনের মধ্যেই মারা যান তিনি। ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগও জমা পড়ে।

বৃহস্পতিবার চকরামে অবস্থিত মৃত মামনি বর্মনের পরিবারের সাথে দেখা করতে যান বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি মৃতার নাবালিকা কন্যার হাতে এক লক্ষ টাকার চেক তুলে দেন। পাশাপাশি তাঁর নাবালক ছেলের নামেও শীঘ্রই আরও এক লক্ষ টাকার চেক দেবেন বলে জানিয়েছেন। সরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় দলীয় কর্মীর মৃতর অভিযোগ তুলে এদিন সুকান্ত মজুমদার বলেন, আরজিকর হাসপাতালে ঔষধ সহ বিভিন্ন দুর্নীতির ঘটনা জেনে ফেলার কারণেই খুন হতে হয়েছে চিকিৎসক বোনকে। তাঁর মৃত্যুতে সরকারী হাসপাতালে মেয়াদ উত্তীর্ন ঔষধ ও ইনজেকশন কেলেঙ্কারির অভিযোগও সামনে আসছে। হাসপাতালে ভর্তি রুগীকে ইনজেকশন দেওয়া মাত্রই মৃত্যু হচ্ছে এমন ঘটনা বহু রয়েছে। এব্যাপারে খোদ তৃণমূলের লোকেরাও গোপনে তাঁকে জানিয়েছেন যে মেয়াদউত্তীর্ন ঔষধ ইনজেকশন কেনা হয়ে থাকে।

   

Sukanta Majumder

ভুল চিকিৎসায় মামনি বর্মনের মৃত্যু হয়েছে বলে পরিবারের তরফে থানায় অভিযোগও করা হয়েছে। সেই অভিযোগে পুলিশ এখনও পর্যন্ত কোনো ব্যবস্থাই নেয়নি বলেও কেন্দ্রীয় মন্ত্রী অভিযোগ করেছেন। অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা না নিলে দলের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলেও তিনি জানিয়েছেন।