ফের একবার শিরোনামে বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। ইতিমধ্যে লোকসভা ভোটের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে কংগ্রেস হাই কমান্ডের রোষের মুখে পড়েছেন অধীর। কিন্তু এবার সরাসরি বিজেপিতে যাওয়ার অফার পেলেন এই কংগ্রেস প্রার্থী।
অধীরকে উদ্দেশ্য করে বিশেষ বার্তা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তিনি বলেছেন, ‘অধীরদা-কে এটাই বলব, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যদি লড়াই করতে চান, তাহলে উপযুক্ত জায়গা খুঁজে নিন। আপনি যে বাড়িতে আছেন, তাতে বিভীষণ বেশি। বিভীষণদের বাড়ি ছাড়ুন। রামের বাড়িতে আসুন।’
উল্লেখ্য, ইতিমধ্যে ইন্ডি জোট ইস্যুতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে পাশে পেয়েছেন মমতা। খাড়গে জানিয়েছেন যে, ‘মমতা ইন্ডি জোটের সঙ্গে আছেন সেটা স্পষ্ট। আমরা যে সিদ্ধান্ত নেবো সেটাই চূড়ান্ত হবে। অধীর সিদ্ধান্ত নেওয়ার কেউ নন। আমাদের সিদ্ধান্ত না মানলে বেরিয়ে যেতে হবে।’
এদিকে পাল্টা অধীর চৌধুরী বলেন, “আমি চাই না প্রদেশ কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত অ্যাজেন্ডায় ব্যবহার করা হোক এবং তারপর সংগঠনকে শেষ করে দেওয়া হোক। খাড়গেজি যদি আমার মতামতের বিরুদ্ধে কথা বলেন, তাহলে আমি রাজ্যের তৃণমূল স্তরে কংগ্রেসিদের হয়ে কথা বলব।”
এর আগে অধীর চৌধুরী বলেছিলেন যে বাংলার মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করা যায় না কারণ তিনি ইন্ডি ব্লক থেকে পালিয়ে বিজেপির সাথে হাত মেলাতে পারেন। বাংলার পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলায় বামেদের বদনাম করতে মমতা বন্দ্যোপাধ্যায় মাওবাদীদের সাহায্য চেয়েছিলেন বলেও অভিযোগ করেন তিনি।
লোকসভা ভোটের পর কেন্দ্রে বিজেপি-বিরোধী জোট ক্ষমতায় এলে সরকার গঠন করতে ‘বাইরে থেকে সমর্থন’ করবে তৃণমূল কংগ্রেস বলে সম্প্রতি জানিয়েছিলেন দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।