কলকাতা: অশান্তির আবহে সোমবার মালদার বৈষ্ণবনগরের পারলাল হাই স্কুলে তৈরি অস্থায়ী ত্রাণ শিবিরে যাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। রবিবার তিনি নিজেই এই সফরের কথা জানান। তাঁর কথায়, “সোমবার মালদা যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই রওনা দেব। পারলালপুরে যারা রয়েছেন, তাঁদের সঙ্গে দেখা করব।”
তবে এই সফরে মুর্শিদাবাদে না যাওয়ার কথাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। সুকান্ত বলেন, “মুর্শিদাবাদ এখন অশান্তি বিধ্বস্ত। পরিস্থিতি ঠান্ডা হলে অবশ্যই যাব৷” পাশাপাশি রাজ্যের অশান্ত পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্ট পাঠানোর কথা জানালেন রাজ্য বিজেপি সভাপতি৷
ত্রাণ শিবিরে শুনবেন বিপর্যস্তদের কথা Sukanta Majumdar Malda visit
সুকান্ত মজুমদার বলেন, “ত্রাণ শিবিরে গিয়ে দুর্গতদের সঙ্গে কথা বলব, তাঁদের সমস্যাগুলি শুনব। কী পরিস্থিতি চলছে তা নজর রাখব এবং প্রয়োজন অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রককে জানাব।” সূত্রের খবর, বিজেপি নেতৃত্ব ইতিমধ্যেই রাজ্যে গঠন করেছে একটি কন্ট্রোল রুম, যেখানে বসে মুর্শিদাবাদ ও মোথাবাড়ির ঘটনার ওপর নজরদারি চালাবেন সুকান্ত মজুমদার। এদিনই তিনি মোথাবাড়িতেও যেতে পারেন বলে জানা গেছে।
ওয়াকফ ঘিরে উত্তেজনা, নিরাপত্তাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন বিজেপির Sukanta Majumdar Malda visit
ওয়াকফ জমি ঘিরে সাম্প্রতিক সময়ে মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলে একাধিক দফায় অশান্তি ছড়িয়েছে। হাইকোর্টের নির্দেশে এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী, তবুও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। দুর্গতদের অভিযোগ, “দুষ্কৃতীরা কেন্দ্রীয় বাহিনীকেও ভয় পাচ্ছে না। পুলিশের সামনেই চলেছে হামলা।”
এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন, “কেন্দ্রীয় বাহিনীকে যথাযথভাবে ব্যবহার করতে পারছে না রাজ্য প্রশাসন। ধুলিয়ানে যখন সাত নম্বর ওয়ার্ডে হামলা হচ্ছিল, তখন বাহিনীর গাড়ি থানার সামনেই দাঁড়িয়ে ছিল। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”
একই সুর শোনা গেছে বিজেপি নেতা কৌস্তভ বাগচীর গলাতেও। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লিখেছেন, “নির্ঝঞ্ঝাট এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রেখে, অশান্ত এলাকাগুলো ফাঁকা করে দেওয়া হচ্ছে। বাহিনীকে ভুল পথে চালিত করছে রাজ্য।”
রাজ্য বনাম কেন্দ্র, ফের রাজনৈতিক তীব্রতা Sukanta Majumdar Malda visit
বর্তমান পরিস্থিতিতে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে বিজেপির অভিযোগ ক্রমশ জোরালো হচ্ছে। যদিও রাজ্যের পক্ষ থেকে এই অভিযোগের কোনও প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।
এখন দেখার, সুকান্ত মজুমদারের এই সফর কতটা প্রভাব ফেলে কেন্দ্রীয় স্তরে এবং রাজ্যের প্রশাসনিক পদক্ষেপে।
West Bengal: Sukanta Majumdar visits Malda relief camp amid unrest, pledging support for affected families. BJP raises concerns over law enforcement in Murshidabad. High Court orders central forces deployment. Stay updated on this developing political and social situation.