জেল ক্রিকেট টিমের ‘ক্যাপ্টেন’ কাকু! সিবিআই হেফাজতের দিনই ফাইনালে উঠল তাঁর দল

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম কালপ্রিট সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু৷ তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে ইডি ও সিবিআই-এর৷  আপাতত তাঁর ঠিকানা প্রেসিডেন্সি জেল৷ তবে সেখানেও…

Sujay Krishna Bhadra

short-samachar

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম কালপ্রিট সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু৷ তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে ইডি ও সিবিআই-এর৷  আপাতত তাঁর ঠিকানা প্রেসিডেন্সি জেল৷ তবে সেখানেও তিনি নিজের একটা দুনিয়া গড়ে তুলেছেন৷ যদিও সেই খবর অনেকেরই অজানা৷ জেলের চারদেওয়ালে কাকু এখন ক্রিকেটার৷ শুধু ক্রিকেটার বললে ভুল হবে৷ তিনিই দলের ক্যাপ্টেন৷ তবে অসুস্থতার জন্য কিছুদিন ২২ গজের বাইরে ছিলেন সুজয়৷ মেন্টর হিসাবে কাজ করে গিয়েছেন৷ গত মঙ্গলবার বিপক্ষকে চার উইকেটে হারিয়ে লিগ ফাইনালে উঠেছে কাকুর দল৷ উল্লেখযোগ্যভাবে সেই দিনই কাকুকে হেফাজতে পায় সিবিআই৷ (sujay krishna bhadra plays cricket)

   

ইডি-র হাতে গ্রেফতার সুজয়কৃষ্ণ sujay krishna bhadra plays cricket

২০২৩ সালের মে মাসে ইডি-র হাতে গ্রেফতার হন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু৷ তবে থেকে তিনি প্রেসিডেন্সি জেলে রয়েছেন৷ তবে মাঝে দীর্ঘদিন অসুস্থতার অছিলায় ভর্তি ছিলেন এসএসকেএম-এ৷ দীর্ঘ চেষ্টার পর সম্প্রতি তাঁকে হেফাজতে নেয় সিবিআই৷

‘পিপিএল’-এ ক্যাপ্টেন কাকু sujay krishna bhadra plays cricket

ফি বছর শীতকালে সংশোধনাগারের আবাসিকদের নিয়ে ক্রিকেট লিগের আয়োজন করেন জেল কর্তৃপক্ষ। জেলের মাঠেই খেলা হয়৷ আইপিএল থেকে অনুপ্রাণিত হয়ে জেলের এই লিগের নাম দেওয়া হয়েছে ‘পিপিএল’৷ যার ফুলফর্ম প্রেসিডেন্সি প্রিমিয়ার লিগ। এই লিগে অংশগ্রহণকারী দলকগুলির নামও আইপিএল-এর সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে৷ মঙ্গলবার ছিল পিপিএল-এর সেমিফাইনাল৷ কেকেআর (কলকাতা নাইট রাইডার্স)-এর মুখোমুখি হয় সিএসকে (চেন্নাই সুপার কিংস)। কাকু আবার কেকেআর এর ক্যাপ্টেন৷ টানটান ম্যাচের পর জয়ী হয় কাকুর দল৷ 

খেলার প্রতি আগ্রহ বরাবরের sujay krishna bhadra plays cricket

খেলার প্রতি বরাবরই আগ্রহ সুজয়ের৷ পাড়ার মাঠে নেমে তাঁকে ক্রিকেট খেলতে দেখেছেন  এমন মানুষ খুঁজে পাওয়া না গেলেও, ক্রিকেটের প্রতি তাঁর ভালোবাসার কথা অনেকেরই জানা৷ পাড়ার ক্লাবেও ছিল তাঁর নিত্য যাতায়াত৷ ৬০ বছরের কাকু সুযোগ পেতেই ঝাঁপিয়েছেন ময়দানে৷ তবে আপাতত তিনি অসুস্থ৷ তাই তাঁর জায়গায় কেকেআর-কে নেতৃত্ব দিয়েছেন কাদের খান৷ যিনি আবার পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত।

West Bengal: Kalighat Kaku’s jail life: From inmate to cricket captain amid corruption case. Sujay Krishna Bhadra faces ED and CBI charges. Team wins league final as CBI takes custody.