জেল ক্রিকেট টিমের ‘ক্যাপ্টেন’ কাকু! সিবিআই হেফাজতের দিনই ফাইনালে উঠল তাঁর দল

Sujay Krishna Bhadra

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম কালপ্রিট সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু৷ তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে ইডি ও সিবিআই-এর৷  আপাতত তাঁর ঠিকানা প্রেসিডেন্সি জেল৷ তবে সেখানেও তিনি নিজের একটা দুনিয়া গড়ে তুলেছেন৷ যদিও সেই খবর অনেকেরই অজানা৷ জেলের চারদেওয়ালে কাকু এখন ক্রিকেটার৷ শুধু ক্রিকেটার বললে ভুল হবে৷ তিনিই দলের ক্যাপ্টেন৷ তবে অসুস্থতার জন্য কিছুদিন ২২ গজের বাইরে ছিলেন সুজয়৷ মেন্টর হিসাবে কাজ করে গিয়েছেন৷ গত মঙ্গলবার বিপক্ষকে চার উইকেটে হারিয়ে লিগ ফাইনালে উঠেছে কাকুর দল৷ উল্লেখযোগ্যভাবে সেই দিনই কাকুকে হেফাজতে পায় সিবিআই৷ (sujay krishna bhadra plays cricket)

ইডি-র হাতে গ্রেফতার সুজয়কৃষ্ণ sujay krishna bhadra plays cricket

২০২৩ সালের মে মাসে ইডি-র হাতে গ্রেফতার হন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু৷ তবে থেকে তিনি প্রেসিডেন্সি জেলে রয়েছেন৷ তবে মাঝে দীর্ঘদিন অসুস্থতার অছিলায় ভর্তি ছিলেন এসএসকেএম-এ৷ দীর্ঘ চেষ্টার পর সম্প্রতি তাঁকে হেফাজতে নেয় সিবিআই৷

   

‘পিপিএল’-এ ক্যাপ্টেন কাকু sujay krishna bhadra plays cricket

ফি বছর শীতকালে সংশোধনাগারের আবাসিকদের নিয়ে ক্রিকেট লিগের আয়োজন করেন জেল কর্তৃপক্ষ। জেলের মাঠেই খেলা হয়৷ আইপিএল থেকে অনুপ্রাণিত হয়ে জেলের এই লিগের নাম দেওয়া হয়েছে ‘পিপিএল’৷ যার ফুলফর্ম প্রেসিডেন্সি প্রিমিয়ার লিগ। এই লিগে অংশগ্রহণকারী দলকগুলির নামও আইপিএল-এর সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে৷ মঙ্গলবার ছিল পিপিএল-এর সেমিফাইনাল৷ কেকেআর (কলকাতা নাইট রাইডার্স)-এর মুখোমুখি হয় সিএসকে (চেন্নাই সুপার কিংস)। কাকু আবার কেকেআর এর ক্যাপ্টেন৷ টানটান ম্যাচের পর জয়ী হয় কাকুর দল৷ 

খেলার প্রতি আগ্রহ বরাবরের sujay krishna bhadra plays cricket

খেলার প্রতি বরাবরই আগ্রহ সুজয়ের৷ পাড়ার মাঠে নেমে তাঁকে ক্রিকেট খেলতে দেখেছেন  এমন মানুষ খুঁজে পাওয়া না গেলেও, ক্রিকেটের প্রতি তাঁর ভালোবাসার কথা অনেকেরই জানা৷ পাড়ার ক্লাবেও ছিল তাঁর নিত্য যাতায়াত৷ ৬০ বছরের কাকু সুযোগ পেতেই ঝাঁপিয়েছেন ময়দানে৷ তবে আপাতত তিনি অসুস্থ৷ তাই তাঁর জায়গায় কেকেআর-কে নেতৃত্ব দিয়েছেন কাদের খান৷ যিনি আবার পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত।

West Bengal: Kalighat Kaku’s jail life: From inmate to cricket captain amid corruption case. Sujay Krishna Bhadra faces ED and CBI charges. Team wins league final as CBI takes custody.

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন