Soumitra VS Sujata: ‘পিঠ খুলে’ সৌমিত্রকে আহ্বান সুজাতার

মল্লভূম বাঁকুড়ার বিষ্ণুপুরে দুই প্রাক্তনের লড়াই। মুখোমুখি সৈমিত্র খাঁ এবং সুজাতা মণ্ডল। শুরু থেকেই শিরোনামে এই প্রাক্তন দম্পতি প্রার্থী। একে অপরকে আক্রমণ, কটাক্ষ। লেগেই আছে।…

sujata mondal saumitra khan bishnupur lok-sabha candidate bjp , সৌমিত্রর মুখে 'চামড়া তুলে নেব' হুঁশিয়ারি, পাল্টা সুজাতা বললেন- 'মায়ের দুধ খেলে আসুন'

মল্লভূম বাঁকুড়ার বিষ্ণুপুরে দুই প্রাক্তনের লড়াই। মুখোমুখি সৈমিত্র খাঁ এবং সুজাতা মণ্ডল। শুরু থেকেই শিরোনামে এই প্রাক্তন দম্পতি প্রার্থী। একে অপরকে আক্রমণ, কটাক্ষ। লেগেই আছে। ভোটের মুখে যা বড় আকার নিয়েছে। তৃণমূলের চামড়া তুলে নেওয়ার হুঁশিয়ারি বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর। পালটা সুজাতার জবাব, ‘আসুন। তৃণমূলের কর্মীরা পিঠ খুলে বসে আছে।’

শুক্রবার বাঁকুড়ার বড়জোড়ার ছান্দারে প্রচারে যান সৌমিত্র। বক্তব্য রাখতে গিয়ে দাবি করেন, খুব শীঘ্রই তৃণমূলের অন্দরে কোন্দল শুরু হবে। বড়জোড়ার তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায়ের সঙ্গে ঝামেলা শুরু হবে। বিজেপি প্রার্থী এও দাবি করেন যে কারখানার তোলাবাজির ভাগাভাগি নিয়ে তৃণমূল প্রার্থী এবং তৃণমূল বিধাযকের বিবাদ শুরু হবে। সৌমিত্র খাঁর দাবি, ‘এখানে যিনি প্রার্থী হয়েছেন, কিছু দিন পর দেখা যাবে, তিনি না অলোকবাবুর মুখে পা দিয়ে নৃত্য করেন।’ েকই সঙ্গে তিনি আরও বলেন, ‘৪ তারিখের পর কে কোথায় থাকবে, না-থাকবে দেখা যাবে। বিষ্ণুপুর লোকসভায় দাদাগিরি চলবে না।’

   

আরও পড়ুন- ‘গরমে টাক মাথা তো, মেয়েদের হাত ধরে টানাটানি করছে’, কুরুচিকর মন্তব্য মন্ত্রী অখিল গিরির

এরপরেই তৃণমূলের বিরুদ্ধে সুড় চড়ান বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। তিনি বলেন, ‘বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল যদি দাদাগিরি করতে যায় চামড়াটা তুলে নেব।’ পালটা জবাব দিতে দেরি করেননি তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। প্রাক্তন স্বামীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ফলাফল বেরোনোর অপেক্ষায় আছি। উনি (সৌমিত্র) বড়জোড়ার বিধায়ককে নিয়ে যে নোংরা ভাষা করেছেন, যে ভাবে রোজ আমাদের তৃণমূলীদের বলছেন চোখ উপড়ে নেবেন, হাত-পা ভেঙে দেবেন, কোমর ভেঙে দেবেন, হাসপাতালে পাঠিয়ে দেবেন, এই সব হুমকি-ধমকির কথা বিজেপির মুখেই মানায়।’ এরপরেই সুজাতার সংযোজন, ‘আসুন, আমাদের কর্মীরা পিঠ খুলেই বসে আছেন।’

আরও পড়ুন- Dilip Ghosh: ‘পুলিশকে পোষা কুকুর’ বললেন দিলীপ, দেখুন ভিডিও

বাঁকুড়া জেলার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ভোট ষষ্ঠ দফায়। চলতি মাসের ২৫ তারিখে। বিজেপি এবং তৃণমূল ছাড়া এই কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী হয়েছেন শীতল কৈবর্ত। বাম প্রার্থী থাকলেও আলোচনায় তৃণমূল এবং বিজেপির প্রার্থী। কারণ এই দুই দলের প্রার্থী প্রাক্তন দম্পতি। রাজ্য রাজনীতিতেও এই কেন্দ্র নিয়ে জোর চর্চা চলছে।

২০১৪ সাল থেকে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। আইনি জটিলতায় ২০১৯ সালের ভোটের সময় বাঁকুড়া জেলায় প্রবেশ করতে পারেননি সৌমিত্র। তিনি প্রচার করেন শুধু বর্ধমানের খণ্ডঘোষ বিধানসভা এলাকায়। বাঁকুড়া জেলায় থাকা বাকি ছয় কেন্দ্রে তাঁর হয়ে প্রচার করেন তৎকালীন স্ত্রী সুজাতা। একুশের ভোটের আগে তৃণমূলে যোগ দেন সৌমিত্রপত্নী। ঘাসফুলের প্রার্থীও হন। তবে জিততে পারেননি। গত বছর পঞ্চায়েত ভোটেও তাঁকে ঘাসফুল তাঁকে প্রার্থী করে তৃণমূল। জয়ী হন সুজাতা। এবার লোকসভার লড়াই। এবার প্রাক্তন স্বামীর মুখোমুখি।