আগুন বাজারদর, মধ্যবিত্তের সুরাহায় সস্তায় সবজি বিক্রিতে বড় পদক্ষেপ নবান্নের

বাজারদর আগুন। বাজারে গিয়ে আম জনতার পকেটের দফারফা। আলু থেকে লঙ্কা, পিঁয়াজ থেকে আদা, রসুনের দাম চড়া। বিষয়টি অজানা নয় সরকারেরও। তাই মধ্যবিত্ত বাঙালিকে স্বস্তি…

Sufal Bangla stalls open at 11 more locations in Salt Lake Newtown Kolkata, কলকাতার লেকমার্কেট, সল্টলেক, রাজারহাট এবং নিউটাউন সহ বিভিন্ন এলাকায় সুফল বাংলার আরও ১১টি ভ্রাম্যমান স্টল চালু করা হয়েছে

বাজারদর আগুন। বাজারে গিয়ে আম জনতার পকেটের দফারফা। আলু থেকে লঙ্কা, পিঁয়াজ থেকে আদা, রসুনের দাম চড়া। বিষয়টি অজানা নয় সরকারেরও। তাই মধ্যবিত্ত বাঙালিকে স্বস্তি দিতে পদক্ষেপ করল প্রশাসন। রাজ্য সরকারের তরফে আরও অতিরিক্ত সুফল বাংলা ভ্রাম্যমাণ স্টল চালু করা হচ্ছে।

বাংলাজুড়ে বাজারদরের চেয়ে কম খরচে সবজি মেলে সুফল বাংলার স্টলে। প্রায় দশ থেকে কুড়ি শতাংশ কম দামে সবজি পাওয়া যায়। রাজ্যজুড়ে সুফল বাংলার ৪৬৮টি স্টল রয়েছে। এগুলোতে ক্রেতাদের ভিড়ও চোখে পড়ার মতই থাকে।

   

রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মূলত কলকাতার লেকমার্কেট, সল্টলেক, রাজারহাট এবং নিউটাউন সহ বিভিন্ন এলাকায় সুফল বাংলার আরও ১১টি ভ্রাম্যমান স্টল চালু করা হয়েছে।

Indian Railways: রেলের তৎকাল পরিষেবার নিয়মে বড় বদল, বিরাট সুবিধা যাত্রীদের

কেন হঠাৎ ফসলের দাম ঊর্ধ্বমুখী? এবার নির্ধারিত সময়ের প্রায় ১৫ দিন পরেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে বর্ষা অধরাই। বৃষ্টি না হওয়া, উপরন্তু তীব্র তাপদাহের জেরে ফসলের উৎপাদন কমে গিয়েছে। স্বাভাবিকভাবে চাহিদার তুলনায় জোগান কমে যাওয়ায় বাজারে সব ধরণের সবজির দাম ঊর্ধ্বমুখী।

এহেন পরিস্থিতিতে সুফল বাংলার স্টল থেকে বাজারদরের তুলনায় ১০ থেকে ২০ শতাংশ কমে সবকিছু পাওয়া যায়। সরকারি স্টলে কেজি প্রতি জ্যোতি আলুর দাম ২৯ টাকা। কাঁচা লঙ্কা ১২০, আদা ২০০, রসুন ২৪০ টাকা। বাজারে যেখানে কেজি প্রতি উচ্ছে বিকোচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়, তখন সরকারি এই স্টলে উচ্ছের দাম ৭০ টাকা।