পাঁশকুড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ধর্ষণের প্রতিবাদে SUCI-এর ১২ ঘন্টার ধর্মঘট

পাঁশকুড়া: থমথমে হাসপাতাল চত্বর, রাস্তাঘাটে গাড়ির সংখ্যাও অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম, বাজারেও প্রতিদিনের মত ব্যস্ততা চোখে পড়ছে না। পাঁশকুড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে (Panshkura Super Specialty Hospital) স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের (Rape) অভিযোগে বৃহস্পতিবার ১২ ঘন্টার ধর্মঘট ডেকেছে SUCI। সকাল ৬ টা থেকে শুরু হওয়া বন্ধে কার্যত এমনই পরিস্থিতি পাঁশকুড়া ব্লকে।

শাসক দলের নেতার সঙ্গে অভিযুক্তের যোগাযোগে ক্ষোভে ফুঁসছেন প্রতিবাদীরা। আর জি কর, আইন কলেজের পর পাঁশকুড়া, প্রতিটি ঘটনায় শাসকদলের সঙ্গে অভিযুক্তের ভালোমত ওঠাবসা নিয়ে সরব বিরোধীরা। বৃহস্পতিবার ঘটনাস্থলে যাওয়ার সম্ভাবনা রয়েছে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। জানা গিয়েছে, স্বাস্থ্যকর্মীকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার হয়েছে ঠিকাদার সংস্থার ফেসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খান। তাঁর সঙ্গে প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রর ছেলে বোধিসত্ত্বর ঘনিষ্ঠতা ছিল বলে অভিযোগ।

   

মাথায় শাসক দলের হাত রয়েছে বলেই জাহিরের বাড়বাড়ন্ত বলে অভিযোগ তুলেছে অভয়া মঞ্চ। শাসক-শিবিরের সঙ্গে যোগাযোগ থাকায় রাজ্যে একের পর এক ধর্ষণকান্ডে অপরাধীরা নির্ভয়ে এই ধরণের কান্ড ঘটিয়ে চলেছে বলে একাধিকবার অভিযোগ তুলেছে রাজ্যের নারী সুরক্ষা মঞ্চগুলি।

অন্যদিকে, ছেলের উপর ওঠা সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র (Soumen Mahapatra)। মিথ্যা অপবাদে ছেলে বোধিসত্ত্বর নাম জড়ানো হচ্ছে বলে পাল্টা সরব হয়েছেন তিনি। এদিনের বন্ধে দফায় দফায় বিক্ষোভের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে বন্ধ ডাকা SUCI। সকালে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটলেও সতর্ক রয়েছে প্রশাসন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন