IIT Kharagpur: খড়্গপুর আইআইটির ভিতর ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার

খড়গপুর আইআইটিতে এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু। মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। গত বছর এই অক্টোবরেই অসমের পড়ুয়া ফাইজান আহমেদ তার মৃত্যু হয়েছিল। সেই ঘটনা কলকাতা হাইকোর্টে বিচারাধীন।

Advertisements

খড়গপুর আইআইটিতে এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু। মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। গত বছর এই অক্টোবরেই অসমের পড়ুয়া ফাইজান আহমেদ তার মৃত্যু হয়েছিল। সেই ঘটনা কলকাতা হাইকোর্টে বিচারাধীন। গত জুনে দীপান বলে একজনের মৃত্যু হয়েছে। আবারো এক ২১ বছর বয়সী ছাত্রের মৃত্যু।

Advertisements

জানা যাচ্ছে, মৃত ছাত্রের নাম কে কিরণ চন্দ, তেলেঙ্গনার বাসিন্দা। গতকাল রাতে ছাত্রটি গলায় দড়ি দিয়ে সুইসাইড করে। জানতে পেরে তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহকে মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে আসা হবে ময়নাতদন্তের জন্য। পুলিশ তদন্ত করছে। কারণ এখনও জানা যায়নি। ছাত্র অবসাদে ভুগছিল কিনা তাও জানা যায়নি। বাড়ির লোক খবর পেয়ে তেলেঙ্গনা থেকে ইতিমধ্যে রওনা দিয়েছে।