Birbhum: হোস্টেল বন্ধ করে পরীক্ষা নয়, পড়ুয়ারা বন্ধ করল বিশ্বভারতীর বিভিন্ন ভবন

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় উত্তপ্ত। তিন দফা দাবি নিয়ে চলা পড়ুয়াদের আন্দোলন সোমবার থেকে নতুন করে আলাদা মাত্রা নিতে শুরু করেছে। কর্তৃপক্ষ দাবি মেনে না নেওয়ার পরিপ্রেক্ষিতে পরীক্ষার ঘোষণা করলেও তা বয়কট করা হয়েছে পড়ুয়াদের তরফ থেকে। সোমবার আন্দোলনরত পড়ুয়ারা বিশ্বভারতীতে বিভিন্ন ভবন চলাকালীন সেই সকল ভবনে গিয়ে বন্ধ করে দেয় পঠন-পাঠন। এই ঘটনার রেশ বীরভূম (Birbhum) জেলা ছাড়িয়ে রাজনৈতিক পরিসর নিয়েছে রাজ্য জুডে।

বিভিন্ন ভবনের পড়ুয়ারা জানিয়েছেন, ক্লাস চলছিল। সেই সময়ই সিনিয়াররা এসে পঠন পাঠন বন্ধ করে দিতে বলে। সেই মতো ভবন বন্ধ করে আমরা বাইরে রয়েছি। যদিও এর পরিপ্রেক্ষিতে অধ্যাপকরা কিছু বলতে চাননি।

   

বিক্ষোভরত পড়ুয়াদের তরফ থেকে জানানো হয়েছে, পরীক্ষা আমরা আগেই বয়কট করেছি। প্রতিটি বিভাগের পঠন-পাঠন বয়কট করলাম। আমাদের দাবি-দাওয়া মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

হাইকোর্টের নির্দেশের পরেও বিশ্বভারতী কর্তৃপক্ষ হোস্টেল খুলতে রাজি হয়নি। অন্যদিকে পরীক্ষার সূচি অনুযায়ী পরীক্ষা নিতে শুরু করেছে। এখন বাইরে থেকে আসা পড়ুয়ারা কোথায় থেকে পরীক্ষা দেবেন? এই প্রশ্নে আন্দোলন বড় হয়েছে। অভিযোগ, বিশ্বভারতী কর্তৃপক্ষ চাইলে অনেকদিন আগেই হোস্টেল খুলে সমস্ত কিছু স্বাভাবিক করতে পারত।

অপরদিকে বিশ্বভারতী এক্সাম সেলের তরফে থেকে একটি বিজ্ঞপ্তি জ্বারি করছে , যেসকল পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসবে না তাদের ফেল অনুপস্থিত করা হবে ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন