কলকাতা: গত এক বছরে কলকাতার শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিগ্রহ ও ধর্ষণের অভিযোগে কমতি নেই। “আরজি কর” কাণ্ডের পর সাউথ কলকাতার একটি কলেজেও যৌন নির্যাতনের ঘটনা সামনে আসেছিল। এবার চাঞ্চল্যকর অভিযোগ উঠে কলকাতার প্রিমিয়াম ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) জোকার ক্যাম্পাসের বয়েজ হস্টেলে।
দ্বিতীয় বর্ষের এক ছাত্রের বিরুদ্ধে
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আইআইএম জোকার ক্যাম্পাসের দ্বিতীয় বর্ষের এক ছাত্রের বিরুদ্ধে এক তরুণীকে কাউন্সেলিংয়ের নাম করে ডেকে নিয়ে বয়েজ হস্টেলে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগ, নির্যাতিতাকে জরুরি নথি নেওয়ার অজুহাতে বয়েজ হস্টেলের রুমে ডেকে নিয়ে তাকে ঠান্ডা পানীয় ও পিৎজা খাওয়ানো হয়, যার ফলে তিনি আচ্ছন্ন হয়ে পড়েন। এরপর ওই ছাত্রের পক্ষ থেকে তার উপর শারীরিক নির্যাতন ও ধর্ষণ করা হয়।
তরুণীর অভিযোগ, ধর্ষণের সময় তিনি অচেতন অবস্থায় ছিলেন। পরে যখন ঘোরে আসেন, দেখেন বয়েজ হস্টেলে তিনি পড়ে রয়েছেন। ওই ঘটনাকে কেন্দ্র করে তিনি প্রথমে ঠাকুরপুকুর থানায় অভিযোগ দেন। পরে পুলিশ নির্দিষ্ট করে হরিদেবপুর থানায় ঘটনাটি হস্তান্তর করে। এরপর হরিদেবপুর থানার পুলিশ ক্যাম্পাসে গিয়ে তদন্ত শুরু করে এবং অভিযুক্ত ছাত্রকে গ্রেফতার করে।
নির্যাতিতা ওই কলেজের ছাত্রী নন student assaulted in IIM Joka
পুলিশ সূত্রে জানা গেছে, নির্যাতিতার ওই ছাত্রী ওই কলেজের ছাত্রী নন, তিনি সেখানে তার এক বন্ধুর কাছে গিয়েছিলেন। পুলিশ ক্যাম্পাস থেকে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে। অভিযুক্ত ছাত্র বর্তমানে হরিদেবপুর থানার হেফাজতে রয়েছেন।
পুলিশ বলছে, মাদকজাতীয় কিছু মিশ্রিত পানীয় খাইয়ে ওই ছাত্রীর ওপর জঘন্য অপরাধ সংঘটিত হয়েছে। অভিযুক্ত ছাত্রীর সঙ্গে কিছুদিন আগে পরিচয় হয়েছিল। তাঁকে কাউন্সেলিংয়ের নাম করে ডেকে নিয়ে যায় বলে তরুণীর অভিযোগ। পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ এই ঘটনার বিষয়ে তৎপর হয়ে তদন্ত অব্যাহত রেখেছে।
এই ঘটনায় আইআইএম কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে এই চাঞ্চল্যকর ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠান তথা সামাজিক মহলে শোক ও উদ্বেগের ছড়াছড়ি পড়েছে।