‘চরম অবহেলা চলছে’, প্রশাসনিক কর্তাদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে এবার কড়া বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই বৈঠকে আছেন জেলা শাসক, পুলিশ সুপাররাও। তিনি বলেন, ‘নিজের দফতরের কাজের দিকে নজর রাখতে হবে। পয়সা নিয়ে শুধু মেলা করলে চলবে না। ওপরতলার অফিসাররা নীচের তলায় কাজ ঠেলেন। এটা চরম অবহেলার প্রতিচ্ছবি। এমনটা করা চলবে না। সরকারি কাজে গাফিলতি একদম বরদাস্ত করা হবে না।’

Advertisements

এদিন ভ্যাকসিন ইস্যুতে তিনি আরও বলেন, ‘৭২ শতাংশ মানুষকে আমরা সেকেন্ড ডোজ দিয়েছি। মানুষের মধ্যে আরও সচেতনতা বাড়াতে হবে। পাড়ায় পাড়ায় সমাধানের কাজ শুরু হয়েছে। দুয়ারে সরকার প্রকল্পে মিলবে আরও ৬টি পরিষেবা। দুয়ারে সরকারে মোট ২৪টি পরিষেবা মিলবে। ১ কোটি ৫০ লক্ষ মানুষকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় আনা হয়েছে। ৪ কোটি টাকার বেশি অর্থ সাহায্য করা হয়েছে।’

Advertisements

ব্যাঙ্কগুলির বিরুদ্ধে অভিযোগ তুলে মমতা বলেন, ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ডে অসহযোগিতা হচ্ছে, ব্যাঙ্কগুলি সাহায্য করছে না। কিন্তু পরোয়া নেই, কেউ না দিলে সমনায় ব্যাঙ্ক ঋণ দেবে। ব্যাঙ্ক যে দয়া করাছে না তা বুঝিয়ে দিতে হবে। সরকার গ্যারেন্টি দিচ্ছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণ দিতেই হবে।’