চৈত্র মাস মানেই গনগনে রোদ, ঝলসে যাওয়া গরম আর ঘামাচি-ক্লান্তির দিন। কিন্তু এবছর চিত্রটা একটু আলাদা। চৈত্রের শেষলগ্নে রাজ্যের আকাশে নামল স্বস্তির ছায়া। গত কয়েকদিন ধরে গরমে দগ্ধ হতে হলেও, বৃহস্পতিবার বিকেল থেকে আবহাওয়ার আচরণে এসেছে আমূল পরিবর্তন। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে বইতে শুরু করেছে ঠান্ডা হাওয়া, সঙ্গে চলছে বজ্রবিদ্যুৎ ও বিক্ষিপ্ত বৃষ্টিপাত।
হাওয়া অফিস জানাচ্ছে, এই মনোরম আবহাওয়ার রেশ আগামী কয়েকদিন চলবে। শুধু তাই নয়, ১৭ এপ্রিল পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে।
আবহাওয়ার এই হঠাৎ বদলের কারণ কী? storm and rain forecast
বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্য অংশে তৈরি হয়েছে একটি নিম্নচাপ, যা উত্তর ও উত্তর-পূর্ব দিকে সরছে। আগামী ২৪ ঘণ্টায় এটি মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে। যদিও ধীরে ধীরে এই নিম্নচাপ শক্তি হারাবে, তবুও এর প্রভাবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়ার পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
দক্ষিণবঙ্গের পূর্বাভাস storm and rain forecast
শনিবার থেকে সোমবার পর্যন্ত রাজ্যের অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। কিছু জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতির সম্ভাবনা। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০-৬০ কিমি পর্যন্ত উঠতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে জারি হয়েছে সতর্কতা।
রোদের দাপট তুলনামূলকভাবে কম থাকলেও আর্দ্রতার কারণে কিছুটা অস্বস্তি বজায় থাকবে।
উত্তরবঙ্গের পরিস্থিতি storm and rain forecast
শনিবার ও রবিবার উত্তরবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরের কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা। পার্বত্য অঞ্চলগুলোতে বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে, কোথাও কোথাও সর্বোচ্চ গতি হতে পারে ৬০ কিমি পর্যন্ত।
তাপমাত্রার আপডেট storm and rain forecast
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তরবঙ্গে আগামী পাঁচ দিনে তাপমাত্রার বড় কোনও হেরফেরের সম্ভাবনা নেই। কলকাতায় শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৫৪% থেকে ৯১% পর্যন্ত। বৃষ্টির সময় তাপমাত্রা কিছুটা কমবে, তবে রোদের সময় অস্বস্তি ফিরে আসতে পারে।
কি করবেন এই সময়ে? storm and rain forecast
বাড়ির বাইরে বেরোলে ছাতা রাখুন সঙ্গে, কারণ হঠাৎ বৃষ্টি কিংবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়ার জন্য সাবধান থাকুন গাছ, বিলবোর্ড কিংবা পুরনো ঘরবাড়ির আশেপাশে। ঘরে থাকলে ইলেকট্রিক ডিভাইস ব্যবহারে সতর্কতা অবলম্বন করুন বজ্রপাতের সময়। শিশু ও বৃদ্ধদের খেয়াল রাখুন, কারণ আবহাওয়ার পরিবর্তনে শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
West Bengal: Chaitra’s scorching heat takes a turn! West Bengal experiences unexpected relief with thunderstorms & cool breezes. Rain forecast till April 17 due to a low-pressure system in the Bay of Bengal. Stay updated on weather alerts & storm predictions.