চুরির মামলায় অভিযুক্ত মন্ত্রী নিশীথের বাবার নাম আবাস যোজনায়, বিজেপি বিব্রত

চুরির মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। তিনি আদালতে হাজিরা না দেওয়ায় জারি হয়েছিল গ্রেফতারি পরোয়ানা। পরে জামিন নেন তিনি। এবার মন্ত্রীর…

State Minister for Home Nisith Pramanik

চুরির মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। তিনি আদালতে হাজিরা না দেওয়ায় জারি হয়েছিল গ্রেফতারি পরোয়ানা। পরে জামিন নেন তিনি। এবার মন্ত্রীর বাবার নাম উঠল আবাস যোজনার তালিকায়। এতে আরও বিব্রত বিজেপি। মন্ত্রী নিশীথ আবার অমিত শাহর ডেপুটি। স্বরাষ্ট্রমন্ত্রক প্রবল বিড়ম্বিত।

পঞ্চায়েত ভোটের আগে বিতর্ক চরমে কেন্দ্রীয় আবাস যোজনা প্রকল্প। একাধিক ঘনিষ্ঠদের আবাস যোজনায় বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এবাক বিজেপির বিরুদ্ধেই অভিযোগ তৃণমূলের। কোচবিহারের সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাবার নামে এই প্রকল্পে নিয়মবহির্ভুত যোগের অভিযোগ তুলেছে তৃণমূল। বিষয়টিকে ষড়যন্ত্র বলে দাবি করছেন কেন্দ্রীয় মন্ত্রী।

   

তৃণমূল কংগ্রেসের অভিযোগ,আবাস যোজনা প্রকল্পের উপভোক্তাদের তালিকায় নিশীথ প্রামাণিকের বাবা বিধুভূষণ প্রামাণিকের নাম আছে। প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা রবীন্দ্রনাথ ঘোষ বলেছেন, বাবার নামে বাড়ি কী করে বরাদ্দ করা হল? তা মন্ত্রীর থেকে জানতে চাওয়া হোক। এই তালিকা যখন তৈরি হয়েছিল, তখন উনি মন্ত্রী না হলেও তাঁদের অবস্থা যথেষ্ট ভালো ছিল। আমি বলব বিজেপি কর্মী ও নেতারা এবার নিশীথ প্রামাণিকের বাড়ির সামনে ধর্না দিন।

Advertisements

নিশীথ প্রামাণিকের দাবি, তৃণমূলের হামলায় যেসব বিজেপি কর্মীদের বাড়ি ঘর ভাঙা হয়েছে তা তিনি নিজের উদ্যোগে ঠিক করে দিচ্ছেন। সেখানে তার বাবার নামে এই ঘরের বিষয়টি অত্যন্ত হাস্যকর। এমনকি রাষ্ট্রপতির নাম যুক্ত হলেও অবাক হবেন না তিনি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর কটাক্ষ, কেন সবটা জেনেও কোনও পদক্ষেপ নিলেন না। কেন সংবাদমাধ্যমের কাছে খবর আসার পরে এসব কথা বলছেন?

বিজেপি বক্তব্য, বর্তমানে নিশীথ প্রামাণিক একজন মন্ত্রী ও গুরুত্বপূর্ণ নেতা, সেহেতু তাঁকে কালিমালিপ্ত করার জন্যই এই কারসাজি করেছে তৃণমূল। উল্লেখ্য, তৃণমূল থেকেই নিজের রাজনৈতিক জীবন শুরু করেন নিশীথ প্রামাণিক। ২০১৯ সালের আগে বিজেপিতে যোগদান করেন তিনি।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News