পরিযায়ীদের সমস্যা জিইয়ে রাখতে চাইছে রাজ্যসরকার! তোপ অধীরের

কলকাতা: “পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশ্য হল সমস্যাটাকে বাঁচিয়ে রাখো! কারণ তাহলেই অন্য প্রশ্নের উত্তর দিতে হবে না”, মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন প্রাক্তন…

পরিযায়ীদের সমস্যা জিইয়ে রাখতে চাইছে রাজ্যসরকার! তোপ অধীরের

কলকাতা: “পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশ্য হল সমস্যাটাকে বাঁচিয়ে রাখো! কারণ তাহলেই অন্য প্রশ্নের উত্তর দিতে হবে না”, মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Chowdhury)। বাংলার পরিযায়ী শ্রমিকদের (Migrant Workers) সমস্যার কথা বলতে আগামী ১০ সেপ্টেম্বর রাষ্ট্রপতির কাছেও যাচ্ছেন বলে জানালেন তিনি।

ওড়িশা, উত্তরপ্রদেশ, হরিয়ানার মত একাধিক বিজেপি (BJP) শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বলায় সংখ্যালঘু পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বাঙালি অস্মিতার কথা বলে গরমাগরম ভাষণ দিলেও আসলে সমস্যা সমাধানের চেষ্টা করছেন না বলে সরব বরিষ্ঠ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।

   

এই পরিযায়ী সমস্যা জিইয়ে রাখলে রাজ্যের মানুষকে চাকরি, শিক্ষা, শিল্প, স্বাস্থ্য কোনও কিছু নিয়ে উত্তর দিতে হবে না বলে উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। “উত্তর চাইতে গেলেই বাঙালি, উত্তর চাইতে গেলেই আমি পরিযায়ী শ্রমিকদের জন্য লড়ছি আর এখন বলছেন ২০০ সেনা তাঁকে দেখে পালাচ্ছেন!”, বলে কটাক্ষ অধীরের। তাঁর অভিযোগ, “তৃণমূল বাংলা ভাষা নিয়ে রাজনীতি করেও বাংলাভাষীদের জন্য কিছুই করছে না।”

Advertisements

রাজ্য সরকার এই গরীব অসহায় পরিযায়ী শ্রমিকদের সমস্যা ও হয়রানিকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে কটাক্ষ করেন তিনি। সেইসঙ্গে অধীর চৌধুরী বলেন, “কিন্তু আমরা মানুষের কষ্ট দেখে বসে থাকতে পাড়ি না, তাই আগেও চেষ্টা করেছি, পানিপথে, যেখানে প্রচুর বাঙালি পরিযায়ী শ্রমিক কাজ করেন, সমস্যার সমাধান করতে পেরেছি। আগামী দিনেও এই বাঙালি শ্রমিকদের স্বার্থে যা যা করার, তাই করব”।

উল্লেখ্য, এর আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়েও বিজেপির পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধেছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। বহরমপুর লোকসভার প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীর বক্তব্য, রাজ্য সরকার চাইলেই মানুষের এই আতঙ্ক দূর করতে পারে। কিন্তু ইচ্ছে করেই তারা তা করবে না। তাঁর কটাক্ষ, “এই পরিস্থিতি থেকে দুটি দলই ফায়দা নিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি। ২০২১-এও NRC-র ভয় দেখিয়ে উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) ভোট তুলেছেন। এবার ফের সংখ্যালঘুদের ভয় দেখিয়ে ভোট তুলতে মরিয়া”।