Panchayat Election: নিশ্ছিদ্র নিরাপত্তার নির্দেশ কমিশনের, চলছে মনোনয়ন লুঠ

শুক্রবার প্রচার নিয়ে একাধিক বিধিনিষেধ জারি করল রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েত ভোটের (Panchayat Election) দিনক্ষণ ঘোষণা হয়েছে । আগামী ৮ জুলাই হবে পঞ্চায়েত ভোট। ১১…

Panchayat Election: নিশ্ছিদ্র নিরাপত্তার নির্দেশ কমিশনের, চলছে মনোনয়ন লুঠ

শুক্রবার প্রচার নিয়ে একাধিক বিধিনিষেধ জারি করল রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েত ভোটের (Panchayat Election) দিনক্ষণ ঘোষণা হয়েছে । আগামী ৮ জুলাই হবে পঞ্চায়েত ভোট। ১১ জুলাই প্রকাশ হবে ভোটের ফল। শুক্রবার থেকেই মনোনয়ন জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সঙ্গে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে জেলায় জেলায় অশান্তি অব্যাহত। প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও জারি অশান্তি।

রাজ্য নির্বাচন কমিশনের তরফে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে যে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করতে হবে। বুথের ২০০ মিটারের মধ্যে বহিরাগতদের প্রবেশ করতে দেওয়া যাবেনা। এছাড়াও কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে কোনও গাফিলতি বরদাস্ত করা হবেনা।

শুক্রবার কমিশন রাজ্যের সব পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারদের নির্দেশ পাঠিয়েছে। কোন শর্তে রাজনৈতিক দলগুলিকে মিটিং-মিছিলের অনুমতি দেওয়া হচ্ছে সেই সম্পর্কে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনামায় বলা হয়েছে যে একটি থানা এলাকায় কোনও রাজনৈতিক দল বা তাদের প্রার্থী এক দিনের সর্বাধিক তিনটি সভা করতে পারবেন।

Advertisements

সভা এবং মিছিল করার জন্য অন্তত ৩ দিন আগে থেকে থানার অনুমতি চেয়ে আবেদন করতে হবে। আবেদনপত্র থানায় জমে দেওয়ার সময় সকালে ১০ টা থেকে রাত ৮ টা। এরপর ওসি-র অনুমতি পাওয়ার পর করা যাবে মছিল বা সভা। এছাড়াও র্যাহলিতে মোটরবাইক ও সাইকেলে না করেছে কমিশন।