পঞ্চায়েত ভোটের আগে রাজ্য পুলিশে রদবদল, সরলেন জ্ঞানবন্ত

রাজ্য পুলিশের একাধিক শীর্ষ কর্তাদের বদলি। সিআইডি, দুর্নীতি দমন শাখা এবং ইকোনমিক অফেন্স বিভাগে বদলি করা হলো৷ এছাড়াও কলকাতা ট্রাফিক পুলিশের ডিসি এবং ঝাড়্গ্রাম পুলিশ…

রাজ্য পুলিশের একাধিক শীর্ষ কর্তাদের বদলি। সিআইডি, দুর্নীতি দমন শাখা এবং ইকোনমিক অফেন্স বিভাগে বদলি করা হলো৷ এছাড়াও কলকাতা ট্রাফিক পুলিশের ডিসি এবং ঝাড়্গ্রাম পুলিশ সুপার পদে বদল করা হয়েছে।

Advertisements

এতদিন ধরে এডিজি সিআইডি পদে ছিলেন জ্ঞানবন্ত সিং৷ তাঁকে সরিয়ে আর রাজশেখরনকে নিয়ে আসা হয়েছে। শুধুমাত্র এসটিএফের শীর্ষ পদে রয়েছেন জ্ঞানবন্ত। এডিজি এসিবি হলেন মনোজকুমার বর্মা৷ বর্তমানে ব্যারাকপুর কমিশনারেট পদে রয়েছেন তিনি৷ দুটি পদ সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে মনোজকুমার বর্মাকে।

বিজ্ঞাপন

ডিরেক্টরেট অব ইকোনমিল অফেন্সের ডিরেক্টর পদে আনা হয়েছে নটরাজন রমেশ বাবু। এতদিন ওই পদে ছিলেন জয়ন্ত বসু।

বিধাননগর পুলিশ কমিশনারেটের নতুন গোয়েন্দা প্রধান হলেন বিশ্বজিৎ ঘোষ। এতদিন ঝাড়্গ্রাম পুলিশ সুপার পদে ছিলেন তিনি। নতুন পুলিশ সুপার হলেন অরিজিৎ সিং৷ কলকাতা ট্রাফিক পুলিশের ডিসি পদ সামলেছিলেন অরিজিৎ সিং৷

কিছুদিন আগেই জেলা পুলিশের একাধিক পদে রদবদল করা হয়েছিল এবার বদল রাজ্য পুলিশেও