এসএসসি দফতরের সামনে চাকরিহারা শিক্ষকদের অনশন, সড়কে বিক্ষোভ

কলকাতা: বৃহস্পতিবার সকাল ১১টা থেকে এসএসসি দফতরের সামনে শুরু হয়েছে চাকরিহারা শিক্ষকদের একাংশের অনশন। ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়া নিয়ে তাদের অন্যতম দাবি, যোগ্য চাকরিহারা…

SSC Teachers Hunger Strike

কলকাতা: বৃহস্পতিবার সকাল ১১টা থেকে এসএসসি দফতরের সামনে শুরু হয়েছে চাকরিহারা শিক্ষকদের একাংশের অনশন। ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়া নিয়ে তাদের অন্যতম দাবি, যোগ্য চাকরিহারা শিক্ষকদের তালিকা দ্রুত প্রকাশ করা হোক। তাদের দাবি, যতক্ষণ না তালিকা এবং ওএমআর মিরর ইমেজ প্রকাশ করা হবে, ততোক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন।

এসএসসি দফতরের সামনে অবস্থান নিয়েছেন পঙ্কজ রায় নামে একজন চাকরিহারা শিক্ষক। তিনি জানান, ‘‘আমরা শান্তিপূর্ণ আন্দোলন করলেও কোনো ফল পাওয়া যাচ্ছে না। যোগ্যদের তালিকা প্রকাশ করতে সময় কেন লাগবে? এটি অনলাইনে উপলব্ধ।’’

   

আন্দোলনের তীব্রতা ও পুলিশি লাঠিচার্জের প্রতিবাদ SSC Teachers Hunger Strike

বুধবার রাত থেকে এসএসসি দফতরের সামনে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিলেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। কিন্তু অভিযোগ, পুলিশের তরফ থেকে তাদের ত্রিপল বিছানোর অনুমতি দেওয়া হয়নি। তাতে বাধ্য হয়ে বৃহস্পতিবার রোদ-বৃষ্টি মাথায় নিয়েই তারা অনশনে বসেছেন।

এছাড়া, ডিআই দফতর অভিযানের সময় কসবায় পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বৃহস্পতিবার শিয়ালদহ থেকে রানি রাসমণি পর্যন্ত মিছিল বের করার ডাক দিয়েছেন আন্দোলনকারীরা।

বৃহত্তর আন্দোলনের ডাক SSC Teachers Hunger Strike

চাকরিহারা শিক্ষকদের আন্দোলন এখন আরও বড় রূপ নিতে চলেছে। সুমন বিশ্বাস, যিনি আন্দোলনের মুখপাত্র, বলেছেন, ‘‘আমরা আত্মত্যাগের জন্য প্রস্তুত। আমাদের দাবি পূর্ণ না হলে আমরা অনশন চালিয়ে যাব।’’

সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বৈঠক শেষে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার-কে ওএমআর মিরর ইমেজ প্রকাশের জন্য দু’দিন সময় দিয়েছেন। অভিজিৎ বলেন, ‘‘যদি দুই দিনের মধ্যে দাবি মেনে না নেওয়া হয়, তবে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব।’’

শিক্ষকদের এককাঠি উপরে SSC Teachers Hunger Strike

আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছেন, যতদিন না তারা তাদের দাবি পূর্ণ করতে না পারছেন, ততদিন তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন। এতে, শিক্ষকদের প্রতিবাদ আরও জোরদার হয়ে উঠেছে, এবং তারা নাগরিক সমাজের সমর্থন আশা করছেন।