দুর্গাপুজোর পরেই প্রকাশিত হবে এসএসসি পরীক্ষার ফল, তারিখ জানালেন ব্রাত্য

কলকাতা: দুর্নীতির অভিযোগে বারবার আঙুল উঠেছে স্কুল সার্ভিস কমিশনের (SSC) নিয়োগ প্রক্রিয়ায়। তাই এ বার শুরু থেকেই স্বচ্ছতার বার্তা দিতে চাইছে কমিশন। রবিবারের শিক্ষক নিয়োগ…

ssc teacher recruitment result

কলকাতা: দুর্নীতির অভিযোগে বারবার আঙুল উঠেছে স্কুল সার্ভিস কমিশনের (SSC) নিয়োগ প্রক্রিয়ায়। তাই এ বার শুরু থেকেই স্বচ্ছতার বার্তা দিতে চাইছে কমিশন। রবিবারের শিক্ষক নিয়োগ পরীক্ষার পরেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন, দুর্গাপুজোর পরেই প্রকাশিত হবে ফল। একই সঙ্গে প্রথমবারের মতো পরীক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে তাঁদের নিজের ওএমআর শিটের কপি ও মডেল উত্তরপত্র।

রবিবারের পরীক্ষায় বসেছিলেন প্রায় ২,২৯,৪৯৭ জন প্রার্থী। তাঁদের সামনে রাখতেই সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী এবং এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার স্পষ্ট রূপরেখা তুলে ধরেন।

   

উত্তরপত্র প্রকাশ ও মতামতের সুযোগ

শিক্ষামন্ত্রীর কথায়, “কয়েক দিনের মধ্যেই প্রশ্নপত্র ও উত্তরপত্র আপলোড করা হবে। তারপর পরীক্ষার্থীদের মতামত নেওয়া হবে।” জানা গিয়েছে, পরীক্ষার্থীরা ফিডব্যাক জানাতে পাবেন পাঁচ দিন সময়।

কমিশন সূত্রে খবর, আগামী ১৬ সেপ্টেম্বর নবম-দশমের উত্তরপত্র ও ওএমআর শিট প্রকাশিত হবে। একাদশ-দ্বাদশের উত্তরপত্র প্রকাশিত হতে পারে ২০ সেপ্টেম্বর।

নভেম্বরে ইন্টারভিউ প্যানেল ssc teacher recruitment result

ফিডব্যাকের সময়সীমা শেষ হওয়ার পরই তৈরি হবে ইন্টারভিউ প্যানেল। নভেম্বরেই সেই তালিকা প্রকাশ করা হবে। একই সঙ্গে কমিশনের ওয়েবসাইটে নম্বর বিভাজনও দেখা যাবে।

Advertisements

দীর্ঘমেয়াদি উদ্যোগ

এ বার থেকে নিয়োগ প্রক্রিয়ায় ভরসা ফেরাতে নেওয়া হয়েছে কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ—

  • আবেদনকারীদের হাতে প্রথমবারের মতো ওএমআর শিটের কপি দেওয়া হবে।
  • লিখিত পরীক্ষার পরই প্রকাশিত হচ্ছে মডেল উত্তরপত্র।
  • ইন্টারভিউ প্যানেল প্রকাশিত হলেও দুই বছর পর্যন্ত সংরক্ষিত থাকবে।
  • সমস্ত ওএমআর শিট দশ বছর পর্যন্ত রাখা হবে, যাতে ভবিষ্যতে কোনও আইনি জটিলতা না হয়।

তাৎপর্য

নিয়োগ দুর্নীতির অভিযোগে ভরা রাজ্যের রাজনৈতিক অঙ্গনে এসএসসির এই উদ্যোগ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। কমিশনের এই পদক্ষেপে পরীক্ষার্থীরা অন্তত একটা বার্তা পাচ্ছেন—আগামিদিনে আর কোনও প্রশ্নের অবকাশ রাখতে চাইছে না প্রশাসন।

West Bengal: Promising transparency, the SSC will release OMR sheets and model answer keys for the first time after its teacher recruitment exam. The results are expected after Durga Puja.