রাজ্যজুড়ে এবার এক ঐতিহাসিক মাপের পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। প্রায় ৫ লক্ষ ৮০ হাজার পরীক্ষার্থী অংশ নিতে চলেছেন আসন্ন এসএসসি শিক্ষক নিয়োগ পরীক্ষায় (SSC Teacher Recruitment Exam 2025)। এত বিশাল সংখ্যক পরীক্ষার্থীকে ঘিরে যাতে কোনও ধরনের সমস্যা না হয়, তার জন্য নবান্ন থেকে ইতিমধ্যেই কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্যের মুখ্যসচিব সরাসরি জেলাশাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠক করে সমস্ত পদক্ষেপের দিকনির্দেশ দিয়েছেন।
পরিবহন ও যানজট মোকাবিলায় বিশেষ পরিকল্পনা
পরীক্ষার দুই দিন যাতে পরীক্ষার্থীদের যাতায়াতে কোনও সমস্যার সম্মুখীন না হতে হয়, তার জন্য রাজ্যের পরিবহন দফতরকে পর্যাপ্ত বাস ও গণপরিবহনের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। একইসঙ্গে রেল কর্তৃপক্ষকেও অতিরিক্ত ট্রেন চালানোর বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নের আশঙ্কা, এত সংখ্যক পরীক্ষার্থী একসঙ্গে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে চাইলে যানজট ও যানবাহনের ঘাটতি দেখা দিতে পারে। তাই আগেভাগেই বিকল্প পরিবহন ব্যবস্থার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
প্রাকৃতিক দুর্যোগের জন্য সতর্কবার্তা
বর্ষাকালে প্রায়ই দেখা দেয় জলাবদ্ধতা। সেই কারণে প্রতিটি জেলার জেলাশাসকদের বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনও পরীক্ষাকেন্দ্রের আশপাশে জল না জমে। যদি প্রবল বৃষ্টি, বন্যা বা অন্য কোনও প্রাকৃতিক কারণে সমস্যা তৈরি হয়, তবে দ্রুত ব্যবস্থা নিয়ে পরীক্ষার্থীদের নিরাপত্তা ও যাতায়াত নিশ্চিত করতে হবে।
পরীক্ষাকেন্দ্রে কঠোর নিরাপত্তা
নবান্নের নির্দেশিকা অনুযায়ী, প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের প্রবেশের আগে ফ্রিসকিং বাধ্যতামূলক করা হয়েছে। মোবাইল ফোন, ইলেকট্রনিক গ্যাজেট বা কোনও ধরনের নিষিদ্ধ সামগ্রী নিয়ে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এর পাশাপাশি, যখন প্রশ্নপত্র পরীক্ষাকেন্দ্রে পৌঁছবে, তখন সেখানে রাজ্যের একজন সরকারি আধিকারিক উপস্থিত থাকবেন। সেই আধিকারিকই পরীক্ষার দিন প্রশ্নপত্র বিতরণ থেকে শুরু করে পরীক্ষার নিরাপত্তা পর্যন্ত সমস্ত দায়িত্ব নেবেন।
প্রশাসনের সর্বোচ্চ নজরদারি
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, কোনও পরীক্ষা কেন্দ্র নিয়ে যদি সমস্যা তৈরি হয়, তবে স্থানীয় প্রশাসনের পরিবর্তে সরাসরি এসএসসি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সমাধান করতে হবে। এর ফলে দেরি বা জটিলতা এড়ানো সম্ভব হবে।
সার্বিক প্রস্তুতিতে নবান্ন
রাজ্যের মুখ্যসচিবের নেতৃত্বে প্রশাসনিক স্তরে একাধিক বৈঠক ইতিমধ্যেই হয়ে গিয়েছে। পুলিশ প্রশাসনকে পরীক্ষার দিন বাড়তি সতর্কতা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রের বাইরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। যেকোনও ধরনের ভিড়, অবাঞ্ছিত পরিস্থিতি বা আইনশৃঙ্খলার সমস্যা যাতে না হয়, তার জন্য কড়া নজরদারি চালানো হবে।
প্রায় ৫.৮ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নির্ভর করছে এই বৃহৎ পরীক্ষার উপর। তাই পরীক্ষার প্রতিটি ধাপে নবান্ন চাইছে একেবারে নির্বিঘ্ন প্রক্রিয়া। পরিবহন থেকে নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা থেকে প্রশাসনিক তৎপরতা—সব ক্ষেত্রেই ওয়ান-লাইন নির্দেশ স্পষ্ট: কোনও পরিস্থিতিতেই পরীক্ষার্থীরা যেন সমস্যায় না পড়েন।