কলকাতা: প্রায় ৯ বছর পর রাজ্যে আবার অনুষ্ঠিত হচ্ছে স্কুল সার্ভিস কমিশন (SSC)-এর পরীক্ষা। রবিবার নবম ও দশম শ্রেণির পরীক্ষার মধ্য দিয়ে শিক্ষাক্ষেত্রে এই প্রতিযোগিতামূলক যাত্রা পুনরায় শুরু হচ্ছে। ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার আগে প্রশ্নফাঁস রুখতে এসএসসি একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে বলে শনিবার সাংবাদিক বৈঠকে জানালেন কমিশনের চেয়ারম্যান।
পরীক্ষার সময়সূচি ও প্রশ্নপত্র বিতরণ
পরীক্ষাকেন্দ্রে উপস্থিতি সকাল ১০টা থেকে বাধ্যতামূলক। অ্যাডমিট কার্ডে ১১টার মধ্যে উপস্থিতির নির্দেশ থাকলেও নিরাপত্তাজনিত যাচাই-বাছাইতে অতিরিক্ত সময় প্রয়োজন হবে, তাই সময় সামান্য এগোনো হয়েছে।
প্রবেশের শেষ সময়: ১১.৪৫। পরীক্ষা শুরু বেলা ১২টায়, তবে সেই সময়ের আগে কেউ প্রশ্নপত্র খুলতে পারবে না। প্রশ্নপত্র সকাল ১০টা থেকে ১০.৩০ মিনিটের মধ্যে কেন্দ্রে পৌঁছবে। ১১.৪৫ নাগাদ পরীক্ষার্থীদের হাতে দেওয়া হবে ওএমআর শিট।
পরীক্ষার্থী ও কেন্দ্রের সংখ্যা SSC take steps prevent paper leaks
মোট পরীক্ষার্থী: প্রায় ৫ লক্ষ ৬৫ হাজার।
নবম-দশম শ্রেণি: ৩ লক্ষ ১৯ হাজার।
একাদশ-দ্বাদশ শ্রেণি: ২ লক্ষ ৪৬ হাজার।
পরীক্ষাকেন্দ্র: ৭ সেপ্টেম্বর ৬৩৬টি, ১৪ সেপ্টেম্বর ৪৭৮টি।
পরীক্ষাকেন্দ্রে নেওয়া যাবে
- অ্যাডমিট কার্ড (একটি বারকোডসহ) বাধ্যতামূলক। কার্ডে সমস্যা থাকলে আসল পরিচয়পত্র ও স্বপ্রত্যয়িত জেরক্স কপি সঙ্গে রাখতে হবে।
- স্বচ্ছ পেন, স্বচ্ছ জলের বোতল, ঘড়ি, ফটো আইডি কার্ড।
- প্রত্যেক পরীক্ষার্থীর জন্য SSC-এর পক্ষ থেকে পেনের বন্দোবস্ত থাকবে।
কেন্দ্রে নেওয়া যাবে না
- মোবাইল ফোন, স্মার্টওয়াচ বা অন্য কোনও ইলেকট্রনিক ডিভাইস।
- ইনভিজিলেটর, ভেন্যু ইনচার্জ ও অবজার্ভাররা কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না।
- প্রশ্নফাঁস প্রতিরোধে বিশেষ ব্যবস্থা
- প্রশ্নপত্রের মধ্যে থাকবে নানা নিরাপত্তাজনিত বন্দোবস্ত, যার মাধ্যমে ছবি তোলা বা ফাঁসের চেষ্টা শনাক্ত করা সম্ভব হবে।
- প্রতিটি কেন্দ্রে একজন করে অবজার্ভার নিয়োগ করা হবে।
- বিশেষ ক্ষমতাসম্পন্নদের জন্য স্ক্রাইব এর বন্দোবস্ত রয়েছে; নবম-দশমের জন্য ন্যূনতম একাদশ শ্রেণি পাশ এবং একাদশ-দ্বাদশের জন্য ন্যূনতম স্নাতক হওয়া বাধ্যতামূলক।
অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা
- পরীক্ষাকেন্দ্রে দামী বস্তু রাখার জন্য আলাদা টোকেন ব্যবস্থা থাকবে।
- কেন্দ্রে অবজার্ভার বা ভেন্যু ইনচার্জ সাধারণত প্রধান শিক্ষক বা শিক্ষিকা থাকবেন। তবে তিনি চাইলে দায়িত্ব অন্য কাউকে হস্তান্তর করতে পারবেন।
West Bengal: After a nine-year hiatus, West Bengal’s School Service Commission (SSC) exam is back, with the 9th & 10th-grade test on Sunday and 11th & 12th on September 14. The Commission Chairman detailed enhanced security measures to prevent paper leaks, including strict timings and an updated distribution process.