SSC-র দাগি তালিকা নিয়ে কি বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য?

কলকাতা: দীর্ঘ আন্দোলন, বিক্ষোভ, অবস্থানের পরেও সঠিকভাবে ‘দাগিদের তালিকা প্রকাশ করবে না’, বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। শনিবার স্কুল সার্ভিস কমিশনের তরফে ১৮০৪ জন দাগী শিক্ষকদের…

SSC-র দাগি তালিকা নিয়ে কি বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য?

কলকাতা: দীর্ঘ আন্দোলন, বিক্ষোভ, অবস্থানের পরেও সঠিকভাবে ‘দাগিদের তালিকা প্রকাশ করবে না’, বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। শনিবার স্কুল সার্ভিস কমিশনের তরফে ১৮০৪ জন দাগী শিক্ষকদের তালিকা প্রকাশের পর কি বললেন সিপিআইএম (CPIM) নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য?

রবিবার সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “এটা পূর্ণ তালিকা নয়। যদি ওরা পূর্ণ তালিকা প্রকাশ করে তাহলে দাগিদের সংখ্যা দাঁড়াবে ৭০০০! যারা ঘুষ দিয়ে বিপথে চাকরি পেয়েছেন।” সুপ্রিম কোর্টের তাড়ায় কোনক্রমে একটি তালিকা প্রকাশ করে দায় ঝেড়ে ফেলতে চেয়েছে স্কুল সার্ভিস কমিশন বলে দাবি করেন রাজ্যসভার সাংসদ। “৩ এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও ইচ্ছাকৃতভাবে দেরি করা হচ্ছিল। এবার বাধ্য হয়ে একটি অসম্পূর্ণ তালিকা প্রকাশ করেছে” বলে কমিশনের বিরুদ্ধে তোপ দাগেন তিনি।

   

নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে শুরু থেকে প্রতিবাদ জানিয়ে আসছেন সিপিআইএম-এর পোড় খাওয়া নেতা। এপ্রিল মাসে আক্রমণের মুখেও পড়েন। এদিনও রাজ্যের দুর্নীতি নিয়ে বক্তব্য রাখেন তিনি। “পুরো প্রশাসনিক পরিকাঠামোটাই দুর্নীতিতে ভরে গেছে। স্বচ্ছভাবে নৈতিক কাজ করার কোনও মানসিকতাই নেই। প্রশাসনের উচিৎ অভিভাবকের মত আচরণ করা। কিন্তু তাঁরা একটি একটি দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলের রক্ষক হয়ে গেছে।”

Advertisements

তিনি আরও বলেন, “এই নিয়োগ প্রক্রিয়ার আসল উদ্দেশ্যই ছিল তৃণমূলের (TMC) ক্যাডারদের চাকরি দেওয়া। সেক্ষেত্রে আংশিকভাবে বিজেপি এবং রাজ্যসরকার হাতে হাতে মিলিয়ে দুর্নীতি করেছে।” উল্লেখ্য, শনিবার দিনভর অপেক্ষার পর রাত ৯ টা নাগাদ অবশেষে ওয়েবসাইটে দাগিদের নামের তালিকা (Tainted ist) প্রকাশ করে SSC। তালিকায় থাকা বহু নামের সঙ্গে তৃণমূলের যোগাযোগের হদিশ মেলে।

 সামনে এসেছে রাজপুর-সোনারপুরের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষের নাম। জলচকের অঞ্চল সভাপতি অজয় মাঝি, খানাকুলের দাপুটে তৃণমূল নেতা বিভাস মালিক ও তাঁর স্ত্রীয়েরও নাম রয়েছে বলে জানা গিয়েছে। এই নিয়ে বিজেপি সহ স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে তোপ দেগেছেন কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। শাসকদল তৃণমূলের (TMC) বিরুদ্ধে তাঁর সরাসরি কোপ, “দাগি তৃণ নেতা কারা? কে কত টাকা দিয়েছে? আর কারা টাকা নিয়েছে? লুটের টাকা ফেরত কবে? কে তাঁর উত্তর দেবে?”