SSC scam salary refund
কলকাতা: সুপ্রিম কোর্ট ২০১৬ সালের গোটা এসএসসির প্যানেল বাতিল করার পর অযোগ্যদের বেতন ফেরতের নির্দেশ দওয়া হয়েছিল। সুপ্রিম রায়ে স্পষ্টভাবে উল্লেখ করা ছিল, ইতিমধ্যেই যারা অযোগ্য হিসেবে চিহ্নিত তাদের বেতন ফেরত দিতে হবে। তবে এই নির্দেশ বাস্তবায়নের প্রেক্ষাপটে এখন প্রশ্ন উঠেছে, অযোগ্যদের বেতন ফেরত দিতে হবে কি সুদ-সহ?
শিক্ষকদের গড় বেতন কত?
নবম ও দশম শ্রেণির শিক্ষকের গড় বেতন প্রায় ৪০ হাজার টাকা। ২০১৯ থেকে ২০২৪-এর মার্চ পর্যন্ত তারা প্রায় ২৪ লাখ টাকা বেতন পেয়েছেন। একাদশ-দ্বাদশে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা প্রাথমিকভাবে প্রায় ৪৪ হাজার টাকার কাছাকাছি বেতন পান, যা একই সময়ে প্রায় ২৬ লাখ টাকার সমান। সূত্রের খবর, এই বেতনের ওপর ১২ শতাংশ সুদ বসানো হতে পারে, যা ফেরত দিতে হবে অযোগ্য শিক্ষকদের।
আইনজীবী ফিরদৌস শামিম অভিযোগ করেছেন, শিক্ষক হিসেবে নিয়োগের সময় অযোগ্য প্রার্থীদের কাছ থেকে গড়ে ১০–১২ লক্ষ টাকা নেওয়া হয়েছে। তাঁর কথায়, “একজন অযোগ্য শিক্ষকের পকেট থেকে অনেকটাই টাকা খসেছে বা খসতে চলেছে, যা দুর্নীতির সঙ্গে জড়িত।”
অযোগ্য শিক্ষকদের নাম প্রকাশ SSC scam salary refund
গত ৩০ জুলাই এসএসসি ১৮০৬ জন অযোগ্য শিক্ষকের নাম প্রকাশ করেছে। তবে আইনজীবীর দাবি, সব অযোগ্য শিক্ষকের নাম প্রকাশ করা হয়নি। এই পরিস্থিতিতে তিনি ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। তাঁর মতে, তৃতীয় কাউন্সেলিং থেকে পুরো প্রক্রিয়াটিই বেআইনি।
প্রসঙ্গত, প্রকাশিত অযোগ্য শিক্ষকদের তালিকাকে ঘিরে রাজনৈতিক উত্তাপও তুঙ্গে। শাসক তৃণমূলের সঙ্গে যুক্ত অনেকের নাম এই তালিকায় রয়েছে বলে দাবি করা হচ্ছে। তাদের মধ্যে কেউ মন্ত্রীর মেয়ে, কেউ কাউন্সিলর, কেউ দাপুটে নেতা, আবার কেউ জেলা পরিষদের সদস্য বা অঞ্চল সভাপতি।
এমন অবস্থায় অযোগ্য শিক্ষকদের বেতন ফেরতের বিষয়টি শুধু আইনি বিতর্ক নয়, রাজনৈতিক এবং প্রশাসনিক উত্তাপও তৈরি করেছে। বিষয়টি সুপ্রিম কোর্টে পুনর্বিচারের পরিপ্রেক্ষিতে শিক্ষাজগতে ও রাজনীতিতে আরও উত্তেজনা দেখা দিতে পারে।
West Bengal: Following a Supreme Court order, thousands of unqualified teachers from the 2016 SSC panel must return their salaries. The court’s ruling raises the question of whether repayment should include a 12% interest, given the corruption allegations.