SSC Scam: শুরুর দিকে টাকার অঙ্ক কম ছিল। কিন্তু ধীরে ধীরে সেই অঙ্ক বাড়তে শুরু হবে। চাকরির জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে ভিড় জমাত৷ শুক্রবার উপেন বিশ্বাস (Upen Biswas) বর্ণিত সেই সৎ রঞ্জন (Ranjan @ Chandan Mandal) গ্রেফতারির পর থেকেই আতঙ্ক আরও বাড়তে শুরু করেছে গোটা এলাকাজুড়ে৷ কারণ, এলাকায় বহু যুবককে টাকার বিনিময়ে চাকরি করিয়ে দিয়েছেন তিনি। তাঁর গ্রেফতারির পর সেই সংখ্যা বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।
এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক জনের চাকরি গেছে৷ এর মধ্যে অনেকের কাছ থেকে চন্দন মণ্ডল টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তদন্তকারী সংস্থা দাবি করছে, চন্দনের সঙ্গে প্রভাবশালী ব্যক্তিরাও যুক্ত। আবার প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের বক্তব্য, নিয়োগ দুর্নীতির এই টাকা বিভিন্ন ব্যবসায় নিয়োগ করা হয়েছে।
গ্রামবাসীরা জানাচ্ছেন, ইতিমধ্যে গ্রুপ-ডি পদে কর্মরত এলাকার ৭-৮ জনের চাকরি বাতিল হয়ে গিয়েছে। সংখ্যা আরও বাড়তে থাকলে দুর্নীতির শিরোনামে জায়গা করে নেবে চন্দন মণ্ডলের এই গ্রাম৷ পাশাপাশি বেশ কয়েকজন মিডলম্যান যারা চন্দনের সঙ্গে যোগাযোগ রাখতেন তাঁরাও এখন বিপদে৷ মনে করছেন টাকা ফেরত চাইতে চাকরি প্রার্থীরা হাজির হওয়া সময়ের অপেক্ষা৷
প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের মুখে চন্দন মণ্ডলের নাম শোনা মাত্রই তাঁকে মামলার পার্টি করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার তাঁর গ্রেফতারিতে আশাহত হয়েছে বিচারপতি। চন্দনকে গ্রেফতারিতে অনেকটা দেরি হয়ে গেল বলেও জানান তিনি। যার ফলে চন্দন সম্পর্কিত একাধিক তথ্য হাতছাড়া হতে পারে বলে মনে করছেন বিচারপতি।