SSC Scam: বিপুল বেআইনি টাকা, সোনা ও বৈদেশিক মুদ্রা উদ্ধার, গ্রেফতার TMC মহাসচিব পার্থ

শিক্ষাক্ষেত্রে বেলাগাম নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) নাম জড়িয়েছে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। শুক্রবার দক্ষিণ কলকাতার অভিজাত আবাসন থেকে রাশি রাশি টাকা উদ্ধার হতেই চাঞ্চল্য ছড়ায়।…

partha_arest

short-samachar

শিক্ষাক্ষেত্রে বেলাগাম নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) নাম জড়িয়েছে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। শুক্রবার দক্ষিণ কলকাতার অভিজাত আবাসন থেকে রাশি রাশি টাকা উদ্ধার হতেই চাঞ্চল্য ছড়ায়। তাঁকে গ্রেফতার করল ইডি।

   

রাজ্যে তৃণমূল কংগ্রেস জমানায় এতবড় গ্রেফতারির ঘটনা ঘটেনি। পার্থ চট্টোপাধ্যায় হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ। তিনি তৃ়ণমূল সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন। এখন শিল্পমন্ত্রী। সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের মহাসচিব।

শুক্রবার দিনভর কলকাতায় পার্থ চট্টোপাধ্যায় ও কোচবিহারে বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতে ইডি অভিযান চলে। ইডি মোট ১৪ টি স্থানে অভিযান চালায়।

স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক শিক্ষক নিয়োগে বেলাগাম দুর্নীতির কথা আগেই আঁচ করতে পেরেছিল সিবিআই৷ আর্থিক লেনদেনের বিষয়েও অবগত ছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। গত মাসেই ইডির হাতে সমস্ত তথ্য প্রমাণ তুলে দেন সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা৷

সূত্রের খবর, এদিন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বাড়ি থেকে সোনা, বিদেশী মুদ্রা এবং বেশ কিছু জমির দলিল পাওয়া গেছে। ইডি সূত্রে খবর, আজ সকালেই অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বাড়িতে উপস্থিত হয়নি ইডির আধিকারিকরা। তল্লাশি অভিযানে বেরিয়ে একাধিক নথি পায় ইডি৷ সেখানেই উল্লেখ ছিল অর্পিতা মুখ্যোপাধ্যায়ের নাম৷ পরে দক্ষিণ কলকাতার আবাসনে উপস্থিত হন ইডির আধিকারিকরা৷ সেখান থেকে উদ্ধার হয় প্রচুর অর্থ।

ইডি সূত্রে খবর, শিক্ষক নিয়োগে যে লেনদেন হয়েছিল তা নিয়ে এখনও বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে৷ সেটাই জানতে চলছে প্রশ্নোত্তর পর্ব৷ মাঝে পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ বোধ করলে উপস্থিত হন চিকিৎসকরা। কিন্তু বাড়ির ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি৷ নিষেধাজ্ঞা আইনজীবীদের ক্ষেত্রেও।