SSC SCAM: ঘুষের টাকায় শিক্ষক CPIM নেতার ছেলে

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে (SSC SCAM) নাম জড়িয়েছে শাসক ও বিরোধী উভয় শিবিরের। দুর্নীতির সঙ্গে তৃণমূলের যোগ যেমন হামেশাই মিলেছে, তেমনই মিলেছে বিরোধী যোগ। সিপিআইএম নেতার…

SSC SCAM

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে (SSC SCAM) নাম জড়িয়েছে শাসক ও বিরোধী উভয় শিবিরের। দুর্নীতির সঙ্গে তৃণমূলের যোগ যেমন হামেশাই মিলেছে, তেমনই মিলেছে বিরোধী যোগ। সিপিআইএম নেতার ছেলের নাম ভুয়ো শিক্ষকের তালিকায় যুক্ত হয়েছে। এই ঘটনা ঘটেছে বাগদায়। উত্তর ২৪ পরগনার বাম নেতারা মুখ লুকোচ্ছেন।

গাইঘাটার কলাসীমা বিবেকানন্দ বিদ্যাপীঠে নবম-দশম শ্রেণির বিজ্ঞানের শিক্ষক শান্তনু বিশ্বাস। ৯৫২ জনের ভুয়ো শিক্ষকের তালিকায় তাঁর নাম রয়েছে। তাঁর বাবা প্রাক্তন পঞ্চায়েত প্রধান নিত্য বিশ্বাস। ৯৪১ নম্বরে থাকা মামাভাগিনা গ্রামের বাসিন্দা শান্তনু। টাকার বিনিময়ে ২০১৬ সালে চাকরি পেয়েছিলেন। উপেন বিশ্বাস বর্ণিত রঞ্জন তথা চন্দন মণ্ডলের হাত ধরে যিনি চাকরি পেয়েছিলেন তিনি।

   

শান্তনুর চাকরির কথার স্বীকার করেছে তাঁর মা। কিন্তু কত টাকার বিনিময়ে চাকরি পেয়েছিল শান্তনু তা তিনি জানাননি৷ বরং তিনি বলেন, মিথ্যা কথা বলব না চন্দন চাকরি দিয়েছিল, কিন্তু সেই চাকরি আমার ছেলে ছেড়ে দিয়েছিল। পরে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে। জানা গিয়েছে, প্রথমে টাকার বিনিময়ে চাকরি পেয়েছিল শান্তনু। পরে সেই চাকরি ছেড়ে হাইস্কুলের শিক্ষকতার চাকরি পায়।

Advertisements

এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের কাছে রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের কথা উল্লেখ করেছেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস। এখন সেই অভিযোগ মিলে যেতে দেখা যাচ্ছে৷ শুধুমাত্র শান্তনু নয়, টাকার বিনিময়ে আরও অনেকে চাকরি পেয়েছে বলে জানা গেছে। তাঁদের কী এবার তলব করবে তদন্তকারী সংস্থা প্রশ্ন ওয়াকিবহাল মহলে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News