SSC Scam: মন্ত্রী পরেশ অধিকারীকে ফের জেরা করার প্রস্তুতি সিবিআইয়ের

একাদশ ও দ্বাদশ শ্রেণীর নিয়োগ দুর্নীতি মামলায় চরম বিপাকে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী (Paresh Adhikari)৷ বৃহস্পতিবার তাঁকে পৌনে তিন ঘন্টা জিজ্ঞাসাবাদের পর শুক্রবারও সকাল…

Paresh Adhikari

একাদশ ও দ্বাদশ শ্রেণীর নিয়োগ দুর্নীতি মামলায় চরম বিপাকে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী (Paresh Adhikari)৷ বৃহস্পতিবার তাঁকে পৌনে তিন ঘন্টা জিজ্ঞাসাবাদের পর শুক্রবারও সকাল ১১ টা নাগাদ সিবিআইয়ের নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে৷

সিবিআই সূত্রে খবর, বৃহস্পতিবার দেরি করে এসেছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। তাই তাঁর কাছ থাকে সমস্ত প্রশ্নের উত্তর মেলেনি৷ তাই আজ ফের তলব করা হল তাঁকে।

প্রসঙ্গত, দেড় দিন ধরে অন্তর্ধানে থাকার পর বৃহস্পতিবার সিবিআই জেরার মুখোমুখি হন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। একটানা পৌনে তিন ঘন্টা তাঁকে দুই দফায় জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা৷

সিবিআই সূত্রে খবর,পরেশ অধিকারীর নিয়োগের সময় শিক্ষামন্ত্রী কে ছিলেন? কার সুপারিশে নিয়োগ করা হয়েছিল? সবটাই জানতে চান সিবিআই আধিকারিকরা৷

Advertisements

তবে যেটা জানা যাচ্ছে, শুধুমাত্র অঙ্কিতা অধিকারী নয়, নিয়োগপত্রে নাম না থাকা সত্ত্বেও আর কোনও নিয়োগ হয়েছে কি না, নিয়োগের সঙ্গে আর কোনও ব্যক্তি জড়িত কী না, সবটাই জানার চেষ্টা করবেন সিবিআই আধিকারিকরা৷ সেক্ষেত্রে শুধুমাত্র পরেশ অধিকারী নয়, তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীকেও তলব করতে পারে সিবিআই৷

কারণ, সিবিআইয়ের এফআইআরে উল্লেখ করা হয়েছে এসএসসি তে ৬১ নম্বর অঙ্কিতা অধিকারী পেলেও পার্সোনালিটি টেস্টের নম্বর উল্লেখ নেই। এখান থেকে সিবিআই আধিকারিকদের অনুমান দুর্নীতি হয়েছে। তাই অঙ্কিতা অধিকারীকে জিজ্ঞাসাবাদ করে শিকড়ে পৌঁছাতে চাইবেন সিবিআই আধিকারিকরা৷