জেনারেলের মতোই চাকরির আবেদন করবেন ওবিসিরা! নয়া বিজ্ঞপ্তি SSC-র

কলকাতা: স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) নিয়োগে এক নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে। সম্প্রতি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে ওবিসি (অন্য পিছিয়ে পড়া শ্রেণি) প্রার্থীদের আবেদন…

Just 4 Lakh Apply for SSC Recruitment Amid Technical Glitches and Legal Uncertainty

কলকাতা: স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) নিয়োগে এক নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে। সম্প্রতি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে ওবিসি (অন্য পিছিয়ে পড়া শ্রেণি) প্রার্থীদের আবেদন করার নিয়ম জেনারেল প্রার্থীদের মতোই হবে। অর্থাৎ, ওবিসি প্রার্থীদের আলাদা কোনো আবেদনপত্র দেওয়া প্রয়োজন হবে না, যতক্ষণ না আদালতে চলমান মামলার চূড়ান্ত নিষ্পত্তি ঘটে।

এসএসসি জানিয়েছে, আদালতের চূড়ান্ত রায় আসার পরেই ওবিসি প্রার্থীরা আলাদা আবেদন করতে পারবেন এবং সেখানে নিজেদের ক্যাটেগরি আপডেট করার সুযোগ পাবেন।

   

আবেদনপত্র ফি-তে পরিবর্তন

এসএসসি জানিয়েছে, তফসিলি জাতি ও জনজাতিদের জন্য বর্তমানে আবেদনপত্রের দাম ২০০ টাকা, আর জেনারেল প্রার্থীদের জন্য তা ৫০০ টাকা। এবার ওবিসি প্রার্থীদের জন্যও আবেদনপত্রের ফি ৫০০ টাকা করা হয়েছে, অর্থাৎ জেনারেল প্রার্থীদের মতোই।

আদালতের নির্দেশ ও সংরক্ষণ তালিকা নিয়ে আপডেট SSC Recruitment Rules OBC

রাজ্য সরকারের তৈরি নতুন সংরক্ষণ তালিকা নিয়ে উচ্চ আদালত (হাইকোর্ট) অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে। ২০১০ সালের আগে ৬৬টি জনগোষ্ঠীকে ওবিসি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল, কিন্তু ২০১০ সালের পর যাদের ওবিসি তালিকাভুক্তি হয়েছে, তাঁদের শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছে আদালত।

এসএসসি’র এই সিদ্ধান্তের ফলে বর্তমানে আবেদন প্রক্রিয়ায় সাময়িক পরিবর্তন এসেছে।

Advertisements

চাকরির বিজ্ঞপ্তি ও নিয়োগের সংখ্যা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক দিন আগে জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলতে রাজ্য সরকার নতুন চাকরির বিজ্ঞপ্তি দিয়েছে। ১৬ জুন থেকে আবেদন শুরু হয়েছে এবং ১৪ জুলাই পর্যন্ত আবেদন করার সুযোগ থাকবে।

শীর্ষ আদালত ২৪,২০৩টি পদে নিয়োগের অনুমোদন দিয়েছিল। তবে রাজ্য সরকার পদ সংখ্যা আরও বাড়িয়ে মোট ৪৪,২০৩টি পদে নিয়োগ করবে বলে জানানো হয়েছে, যার মধ্যে রয়েছে গ্রুপ সি ও গ্রুপ ডি ক্যাটেগরির পদ।

বয়স ও অন্যান্য শর্তে বিশেষ ছাড়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বয়সের কারণে কাউকে আটকানো হবে না। যারা চাকরি হারিয়েছেন তাদের প্রত্যেককে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। যারা আগে কাজ করেছেন, তাঁদের এক্সপেরিয়েন্সকে অ্যাডভান্টেজ হিসেবে ধরা হবে, যাতে তাঁরা তাঁদের কর্মস্থানে ফিরে যেতে পারেন।