চাকরিহারা গ্রুপ সি-ডি কর্মীদের ভাতা স্থগিত, নির্দেশ হাইকোর্টের

Darjeeling’s Glenary’s Bar to Open Again After Calcutta High Court Order
Darjeeling’s Glenary’s Bar to Open Again After Calcutta High Court Order

২০১৬ সালের বাতিল হওয়া এসএসসি প্যানেলের চাকরিহারা কর্মীদের জন্য রাজ্য সরকারের ঘোষিত ভাতা কার্যকর হচ্ছে না এখনই। কলকাতা হাইকোর্ট শুক্রবার জানিয়ে দিয়েছে, আগামী ৩০ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত ভাতা দেওয়া যাবে না।

এ দিন বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলার শুনানি ওঠে। এর আগে আদালত অন্তর্বর্তী নির্দেশে জানিয়েছিল, ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ভাতা দেওয়া যাবে না। শুক্রবার সেই স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়ানো হল।

   

ভাতা ঘোষণা করেছিলেন মমতা

রাজ্য সরকার গত জুলাই মাসে ঘোষণা করেছিল, চাকরিহারা গ্রুপ সি কর্মীরা মাসে ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীরা মাসে ২০ হাজার টাকা করে ভাতা পাবেন। তবে এই সিদ্ধান্ত নিয়েই শুরু হয় বিতর্ক। মামলাকারীদের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়, সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই ২০১৬ সালের এসএসসি প্যানেল বাতিল করেছে এবং তার রায় অনুযায়ী এই ধরনের আর্থিক সুবিধা দেওয়ার কোনও বৈধতা নেই। তাঁদের অভিযোগ, আদালতের রায়কে পাশ কাটিয়ে সরকার জনপ্রিয়তার রাজনীতি করতে চাইছে।

বিচারপতির পর্যবেক্ষণ

বিচারপতি সিনহার পর্যবেক্ষণ, এই ভাতা দেওয়ার বৈধতা এবং সরকারের সিদ্ধান্তের সাংবিধানিক ভিত্তি নিয়ে বিস্তারিত শুনানি প্রয়োজন। তাই মামলার মীমাংসা না হওয়া পর্যন্ত কোনও ভাতা দেওয়া যাবে না।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি ও অস্বচ্ছতার অভিযোগে ২০১৬ সালের পুরো এসএসসি প্যানেল বাতিল করেছিল সুপ্রিম কোর্ট। তার ফলে রাতারাতি চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। এই রায় কার্যত বাংলার শিক্ষা প্রশাসনে এক বড় ভূমিকম্প তৈরি করেছিল। বহু পরিবার আর্থিক অনিশ্চয়তায় পড়েন, অনেকে আবার বছরের পর বছর চাকরি করে হঠাৎ কর্মহীন হয়ে পড়েন।

বর্তমানে শীর্ষ আদালতের নির্দেশে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। তবে পুরনোদের ভাতা দেওয়ার প্রশ্নে আদালতের কড়া অবস্থান রাজ্যের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। কারণ, একদিকে চাকরিহারাদের আর্থিক সঙ্কট, অন্যদিকে আদালতের কঠোর নির্দেশ—এই দুইয়ের মাঝে রাজনৈতিক চাপও বাড়ছে রাজ্য সরকারের উপর।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন