গ্রুপ সি-গ্রুপ ডি নিয়োগে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট, ‘যোগ্য’দের আবেদন খারিজ

Supreme Court’s Comment Could Impact Matua Vote Bank, Say Analysts
Supreme Court’s Comment Could Impact Matua Vote Bank, Say Analysts

কলকাতা: স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগ প্রক্রিয়ায় নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। শিক্ষক নিয়োগের মতোই গ্রুপ সি এবং ডি নিয়োগের ক্ষেত্রেও দ্রুত নিয়োগ সম্পন্ন করার দাবি জানিয়েছিলেন ‘যোগ্য’ চাকরিপ্রার্থীরা। তবে সোমবার শীর্ষ আদালত তাদের আর্জি খারিজ করে দিয়েছেন।

অনিশ্চয়তায় গ্রুপ সি-গ্রুপ ডি

মামলাকারীরা সুপ্রিম কোর্টে বলেছিলেন, শিক্ষক নিয়োগের মতো গ্রুপ সি-ডি নিয়োগের ক্ষেত্রেও নির্দিষ্ট সময়সীমা না থাকায় তারা কোনও নিশ্চয়তা পাচ্ছেন না। সোমবার বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধের বেঞ্চ শুনানি করেন। বেঞ্চ প্রশ্ন তোলেন, মূল মামলার রায় ঘোষণা হয়ে যাওয়ার পর বারবার একই বিষয়ে কেন আবেদন করা হচ্ছে।

   

পুরো প্যানেল বাতিল SSC Group C D Deadline Rejected

সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানায়, “কোনও অতিরিক্ত মামলার আবেদন শোনা হবে না। আমরা পুরো প্যানেল বাতিল করে দিয়েছি। এই অবস্থায় একই বিষয় নিয়ে বারবার মামলা করা কেন?” মামলাকারীদের আইনজীবী জানান, শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, কিন্তু দেরিতে। তবে আদালত তাদের আর্জি খারিজ করে দিয়ে নির্দেশ দেন, নতুন কোনও বিষয় নিয়ে আবেদন করতে হলে আগে হাই কোর্টে যেতে হবে।

এর আগে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, এসএসসির ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল হয়ে গেছে। এপ্রিল ২০২৫-এর এক রায়ে আদালত জানিয়েছিল, যাঁরা ‘চিহ্নিত অযোগ্য’ নন, তাঁরা আপাতত স্কুলে যোগ দিতে পারবেন এবং ৩১ ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকারকে পরীক্ষা নিয়ে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কিন্তু সেই নির্দেশ কেবল শিক্ষকদের ক্ষেত্রেই প্রযোজ্য। গ্রুপ সি ও ডি কর্মী নিয়োগের ক্ষেত্রেও সময়সীমা বেঁধে দেওয়ার আবেদন খারিজ হওয়ায় নিয়োগ প্রক্রিয়া এখনও নির্দিষ্ট সীমার বাইরে রয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন