কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের (SSC) সামনে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ-‘দাগি অযোগ্য’ প্রার্থীদের আটকানো। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই স্পষ্ট নির্দেশ দিয়েছে, একজনও দাগি প্রার্থী যাতে পরীক্ষায় বসতে না পারেন। সেই নির্দেশ মেনে এসএসসি তালিকাভুক্ত করেছে মোট ১ হাজার ৮০৬ জনকে। তবুও প্রশ্ন উঠছে, রবিবারের পরীক্ষা কি সত্যিই হবে ‘দাগিমুক্ত’?
কী জানালেন চেয়ারম্যান
শনিবার সাংবাদিক বৈঠকে কমিশনের চেয়ারম্য়ান সিদ্ধার্থ মজুমদার বলেন, “প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং অ্যাডমিট কার্ড প্রভিশনাল। এমনও হয়েছে যে পরীক্ষার পর ফল প্রকাশ হয়নি, গণ্ডগোল ধরা পড়েছে। তাই এগুলো অস্বাভাবিক কিছু নয়।”
উল্লেখযোগ্যভাবে, সুপ্রিম কোর্টের রায়ে ইতিমধ্যেই অন্তত ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন। সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে, নতুন করে পরীক্ষা নিয়ে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। সেই অনুযায়ী ৭ ও ১৪ সেপ্টেম্বর দু’দফায় পরীক্ষা আয়োজন করছে কমিশন।
একাধিক পদক্ষেপ SSC exam tainted candidates
পরীক্ষা যাতে নির্বিঘ্নে হয়, সে জন্য নেওয়া হয়েছে একাধিক কড়া পদক্ষেপ—
পরীক্ষার্থীদের নথিপত্র যাচাইয়ের জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ২ ঘণ্টা আগে কেন্দ্রে পৌঁছনোর নির্দেশ।
প্রশ্নপত্রে থাকবে বিশেষ বার কোড, যা স্ক্যান করলেই ধরা পড়বে অ্যাডমিট কার্ডের সত্যতা।
প্রশ্নপত্র ফাঁস বা বেআইনি চেষ্টার বিরুদ্ধে প্রযুক্তিগত নজরদারিও থাকবে জোরদার।
ওয়াকিবহাল মহলের মতে, এত কড়া ব্যবস্থার মধ্যেও ‘দাগি অযোগ্য’দের প্রবেশ আটকানোই কমিশনের সামনে সবচেয়ে কঠিন পরীক্ষা। রবিবারের SSC-কে ঘিরে তাই চাপা উৎকণ্ঠা জারি।
West Bengal: The West Bengal School Service Commission (SSC) faces a new challenge of preventing ‘tainted’ candidates from taking the upcoming exam. Following a Supreme Court order, the SSC has listed 1,806 ineligible candidates. Despite the security measures, the SSC chairman acknowledges the provisional nature of the exam and its admit cards.