SSC: সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

Supreme Court’s Comment Could Impact Matua Vote Bank, Say Analysts
Supreme Court’s Comment Could Impact Matua Vote Bank, Say Analysts

এসএসসি (স্কুল সার্ভিস কমিশন) মামলায় ফের একবার সমালোচনার মুখে রাজ্য সরকার এবং কমিশন। সুপ্রিম কোর্ট জানিয়েছে, অযোগ্য প্রার্থীদের তালিকা এখনও প্রকাশ না করার কারণে সমস্যার সৃষ্টি হচ্ছে। বিচারপতি সঞ্জয় কুমার ও সতীশ চন্দ্রের বেঞ্চ আগামী সাত দিনের মধ্যে এই তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে।

শীর্ষ আদালত স্পষ্টভাবে জানিয়েছে, নতুন যে নিয়োগ প্রক্রিয়া চলছে, তার উপর তারা সজাগ নজর রাখছে। কোনও ত্রুটি ধরা পড়লেই সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করা হবে।

   

গত সপ্তাহে কয়েকজন চাকরিপ্রার্থী ৭ সেপ্টেম্বরের পরীক্ষা স্থগিত করার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তাঁদের যুক্তি ছিল তারা যোগ্য প্রার্থী। শুনানির সময় মামলাকারীর পক্ষ থেকে জানানো হয়, এখনও অযোগ্য প্রার্থীদের পরীক্ষায় বসানো হচ্ছে। এই অভিযোগের প্রেক্ষিতে বিচারপতিরা কমিশনকে সরাসরি প্রশ্ন করেন। কেন তালিকা প্রকাশ করা হয়নি? কেন হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কমিশন?

শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী:

  • ৭ ও ১৪ সেপ্টেম্বর নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
  • অযোগ্য প্রার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
  • ২ সেপ্টেম্বর পর্যন্ত যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন; এরপর অ্যাডমিট কার্ড জারি করা হবে।
  • আগামী সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে।

আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মন্তব্য করেন, “সুপ্রিম কোর্ট আগেও নির্দেশ দিয়েছিল। কিন্তু রাজ্য সরকার সময়মতো তালিকা প্রকাশ করছে না। যারা তহবিলের মাধ্যমে সুবিধা পেয়েছে, তাদের নাম প্রকাশ হলে বিপদ তৈরি হতে পারে। তাই কাজটি সততার সঙ্গে হচ্ছে না।”

SSC-এর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে, যাতে তাঁরা পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারেন।”

শীর্ষ আদালতের এই পদক্ষেপ পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি যোগ্য প্রার্থীদের অধিকার রক্ষা এবং কমিশনের কার্যক্রমের উপর সতর্ক নজরদারি রাখার বার্তা হিসেবে দেখা হচ্ছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন