কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ঘটে যাওয়া অশান্তির ঘটনায় এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যকে তলব করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় তাঁকে যাদবপুর থানায় হাজিরা দিতে বলা হয়েছে। সৃজনের কাছে সেইদিনের ঘটনার বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে৷
বাম নেতা সৃজন ভট্টাচার্য সাংবাদিক বৈঠকে বিশ্ববিদ্যালয়ের অশান্তির কিছু ছবি এবং ভিডিও প্রকাশ করেছিলেন। এর মধ্যে ছাত্রছাত্রীদের বিক্ষোভ এবং পুলিশের হস্তক্ষেপের দৃশ্য ছিল। তার পরেই পুলিশ তাঁকে তলব করেছে। এসএফআই সূত্রে খবর, সৃজন শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ থানায় যাবেন।
সৃজনের প্রতিক্রিয়া
পুলিশের তলব নিয়ে সৃজন ভট্টাচার্য বলেন, “আমি তদন্তে পুরোপুরি সহযোগিতা করব। তবে, আমি ঘটনার সময় ক্যাম্পাসে ছিলাম না। আমি সমাজমাধ্যম থেকে কিছু ছবি ও ভিডিও সংগ্রহ করেছি, সেগুলি পুলিশকে দেব। তবে পুলিশ কেন এখনও দোষীদের বিরুদ্ধে এফআইআর করছে না? তাদের কেন ডাকা হচ্ছে না?” তিনি আরও বলেন, “আমাকে তলব করা হচ্ছে রাজনৈতিক চাপ সৃষ্টি করার জন্য।”
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ঘিরে বিক্ষোভ
এদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিক্ষোভের মুখে পড়েছিলেন। ছাত্ররা তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় এবং ছাত্রভোটের দাবিতে আন্দোলন করেন। এই সময় মন্ত্রী ব্রাত্যের গাড়িতে ঢিল ছোড়া হয়, এবং মন্ত্রী গাড়ি থেকে নামলে তিনি আহত হন। দুজন ছাত্রও আহত হন।
এসএফআই দাবি করেছে, আহত ছাত্র ইন্দ্রানুজ রায় ব্রাত্যের গাড়ির ধাক্কায় আহত হয়েছেন। এই বিষয়ে সৃজন ভট্টাচার্য সাংবাদিক বৈঠকে ছবি ও ভিডিও দেখিয়েছিলেন। তবে, তৃণমূল কংগ্রেস এ ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছে। ইন্দ্রানুজ রায় এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তবে শনিবার তাঁকে ছাড়ার কথা।