Weather: বসন্তের আমেজ বঙ্গে, তবে চড়ছে তাপমাত্রার পারদ

বৃষ্টির আপাতত কোনও সম্ভাবনা নেই। তবে হালকা সকালে হালকা ঠান্ডা পড়ছে কয়েকদিন। তবে বেলা বাড়লেই বাড়ছে গরম। আজ বৃহস্পতিবার আকাশ মূলত পরিষ্কার। ভোরের দিকে হালকা…

spring 1 Weather: বসন্তের আমেজ বঙ্গে, তবে চড়ছে তাপমাত্রার পারদ

বৃষ্টির আপাতত কোনও সম্ভাবনা নেই। তবে হালকা সকালে হালকা ঠান্ডা পড়ছে কয়েকদিন। তবে বেলা বাড়লেই বাড়ছে গরম।

আজ বৃহস্পতিবার আকাশ মূলত পরিষ্কার। ভোরের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়লে তা কেটে যাবে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৮ শতাংশ, সর্বনিম্ন ২৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি।

   

আজকের মতো আগামী কয়কদিনও দক্ষিনবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। বেলা বাড়লেই বাড়ছে গরম। উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্যের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুষারপাতের সম্ভাবনা জম্মু কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পঞ্জাব, হরিয়ানা ও চন্ডিগড়ে।