‘শ্রমশ্রী’ কে ‘ধাপ্পাবাজি’ বলে তৃণমূলকে আক্রমণ মুখপাত্র দেবজিতের

সল্টলেকে বিজেপির প্রধান কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন রাজ্য বিজেপির মুখপাত্র আইনজীবী দেবজিৎ সরকার (Trinamool)। সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেন পরিযায়ী শ্রমিকরা রাজ্যে…

Trinamool and BJP clash

সল্টলেকে বিজেপির প্রধান কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন রাজ্য বিজেপির মুখপাত্র আইনজীবী দেবজিৎ সরকার (Trinamool)। সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেন পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে আসুন। তাতে রাজ্যসরকার এককালীন ৫০০০ টাকা করে ভাতা দেবে। তিনি এই ভাতা কে শ্রমশ্রী ভাতা নাম দিয়েছেন।

বিজেপি মুখপাত্র আজকের সংবাদ সম্মেলনে এই ভাতাকে ধাপ্পাবাজি বলে উল্লেখ করেন। তিনি বলেন একটা সময় করোনা কালে মমতা বন্দোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের ট্রেনকে বলেছিলেন করোনা এক্সপ্রেস। এখন ভোটের আগে কোনোরকম ভাঁওতা দেওয়া চলবে না। শুধু তাই নয় তিনি বলেন এই টাকা কোথায় থেকে দেওয়া হবে তা স্পষ্ট করুক সরকার।

   

এর আগেও কেন্দ্রের টাকা তছরুপ করেছে রাজ্য সরকার এমনটাই দাবি করেছেন তিনি। দেবজিত দাবি করেছেন সরকার পরিযায়ী শ্রমিকদের সংখ্যা বলেছিল ২২ লক্ষ কিন্তু বিজেপির পরিসংখ্যান অনুযায়ী এই সংখ্যা প্রায় ৪০ লক্ষ। দেবজিতের মতে রাজ্যে শিক্ষার পরিকাঠামো নেই, কর্মসংস্থানের অবস্থা খারাপ তাই কখনোই এতো কম সংখক পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে থাকতে পারেনা।

সবচেয়ে বড় কথা যারা ভিন রাজ্যে মাসিক ৩০ থেকে ৪০ হাজার টাকা রোজগার করছেন তারা কেন এই রাজ্যে আসবেন। তিনি আরও বলেছেন রাজ্যের পরিসংখ্যানে এবং আমাদের পরিসংখ্যানে এতো পরিযায়ী শ্রমিক আছেন। এদের মধ্যে কে সত্যিকারের পরিযায়ী শ্রমিক তা কি করে বোঝা যাবে। আসল নকল গুলিয়ে ফেললে তো টাকা ভুল জায়গায় চলে যাবে।

এর পরেই বিস্ফোরক মন্তব্য করে দেবজিত বলেন শ্রমিকদের ভাতা দেওয়ার নাম করে মমতা পার্টির ক্যাডারদের হাতে সমস্ত টাকা তুলে দিচ্ছেন। দুর্গাপুজোর অনুদান থেকে শুরু করে আমাদের পাড়া আমাদের সমাধানকে উল্লেখ করে তিনি বলেন এতো টাকা নয়ছয় করেছে রাজ্য সরকার কিন্তু তারপরেও তারা কেন্দ্রের কাছ থেকে টাকা চাইছে।

Advertisements

দেবজিত সংবাদ সম্মেলনে স্পষ্ট করে বলেন যে কি প্রকল্পে টাকা দেওয়া হবে পরিযায়ী শ্রমিকদের এবং পরিযায়ী শ্রমিকের মাপকাঠি কি তা খতিয়ে দেখতে হবে। তিনি সাধারণ মানুষকে উদ্দেশ্য করে বলেন এই টাকা জনগণের টাকা। সাধারণ মানুষের ট্যাক্সের টাকা।

ডায়মন্ডের বিপক্ষে কার্ড সমস্যায় ইস্টবেঙ্গল! জয় গুপ্তা খেলবেন কিনা জানালেন অস্কার

তিনি সরকারের উদ্দেশ্যে বলেন পরিযায়ী শ্রমিকদের যাদের সত্যি অর্থাভাব আছে এমন মানুষকেই ভাতা দিতে হবে। ভিন রাজ্যে উচ্চ পদস্থ কর্মচারীদের টাকা দেওয়া চলবে না তাহলে তা নিম্ন মধ্যবিত্ত পরিযায়ী শ্রমিকদের বঞ্চনার সমান হবে।