পশ্চিমবঙ্গের রাজ্য বাজেটে (WB State Budget 2025) স্বাস্থ্যখাতে বিপুল বরাদ্দের ঘোষণা করা হয়েছে। বুধবার বাজেট ঘোষণায় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, শহর কলকাতা থেকে জেলা পর্যায়ে নারীদের নিরাপত্তার জন্য একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘রাত্তিরের সাথী, হেল্পারস অফ দি নাইট’ প্রকল্প। এই প্রকল্পে ১৫৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
এই বিপুল অর্থে স্বাস্থ্যকেন্দ্রে নারীদের জন্য আলাদা বিশ্রাম কক্ষ, ওয়াশরুম তৈরি হবে। জেলা ও শহরের স্বাস্থ্যকেন্দ্রগুলিতে সিসিটিভি ব্যবস্থা থাকবে। পানীয় জল সরবরাহের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও, স্বাস্থ্যকেন্দ্রের প্রতিটি কোণায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হবে।
রাজ্য সরকার ক্যানসার চিকিৎসার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। মুম্বইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালের সঙ্গে চুক্তি করে কলকাতার এসএসকেএম ও শিলিগুড়ির নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজে অত্যাধুনিক ক্যানসার চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হচ্ছে। এখানে নামমাত্র মূল্যে চিকিৎসা সেবা পাওয়া যাবে।
বাজেটে ‘চোখের আলো’ প্রকল্পের সাফল্যও তুলে ধরা হয়েছে। এক বছরে ১ কোটি মানুষ চক্ষু পরীক্ষা করেছেন, এবং ১৮ লক্ষ ৪৮ হাজার মানুষ বিনামূল্যে চশমা পেয়েছেন। ইতিমধ্যে বাংলার ১০টি জেলা ছানিমুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে।
এছাড়াও, নতুন দুটি ‘মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার হাব’ তৈরি হবে। রাজ্য সরকারের ন্যায্য মূল্য ওষুধের দোকানে ৪৮-৮০ শতাংশ ছাড়ে ওষুধ বিক্রি হয়। এখন পর্যন্ত ৩ হাজার কোটি টাকার ছাড়ে ওষুধ বিক্রি হয়েছে।
আয়ুষ চিকিৎসাতেও রাজ্য সরকার পদক্ষেপ নিয়েছে। হাওড়া জেলার বেলুড়ে যোগাশ্রীর ওপিডি পরিষেবা চালু হয়েছে। স্বাস্থ্যসাথী প্রকল্পে সাড়ে আট কোটি মানুষ অন্তর্ভুক্ত হয়েছেন। ২০২৫ সালের এপ্রিলের মধ্যে ১৩৭টি ব্লক পাবলিক হেলথ ইউনিট চালু হবে।
পাবলিক হেলথ ইউনিট থেকে ১৫ কোটি মানুষকে গত এক বছরে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্য বাজেটে স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যা জনগণের জন্য আরও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে। এমন্টাই আশা করছেন তৃণমূল সরকার।