অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আগে থেকেই আবেদন জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার ক্ষেত্রে আর কোনও বাধা থাকল না। বৃহস্পতিবার এবিষয়ে সবুজ সংকেত দিল আসানসোলের বিশেষ আদালত (special court)। আগামীকালই অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়া হতে পারে। এমনটাই তদন্তকারী সংস্থা সূত্রে খবর।
এর আগে গরুপাচার মামলায় ১১ অগাস্ট বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। এরপর তদন্তে নেমে অনুব্রত মণ্ডল সম্পর্কে একাধিক তথ্য পেয়েছে সিবিআই ও ইডি। বিপুল অঙ্কের সম্পত্তি নিয়ে বারবার সন্দেহ হয়েছে সিবিআই ও ইডির। অভিযোগ, একাধিক তথ্য গোপন করছেন অনুব্রত। সেকারণেই তাঁকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুতি শুরু করেছিল ইডি।
এমনকি দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে উপস্থিত হয় ইডি। সেই মামলাকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় অনুব্রত মণ্ডল। আগামী ১৭ তারিখ মামলার শুনানি রয়েছে। এর মধ্যেই অনুব্রত মণ্ডলকে হাজির করানোর জন্য মঙ্গলবার আরও একটি শমন জারি করে রাউস অ্যাভিনিউ আদালত। সেই নির্দেশ বুধবার আসানসোল সংশোধনাগারে ইমেল মারফত পাঠায় ইডি। এর পরই বৃহস্পতিবার অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি চেয়ে বিশেষ সিবিআই আদালতে আবেদন করেন সংশোধনাগার কর্তৃপক্ষ। সেই অনুমতি মিলেছে।
এর আগে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে ইডি এবং সিবিআই। এমনকি সমসত তথ্য নিয়ে দিল্লিতে ইডির সদর দফতরে হাজির দিয়েছেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল সহ অন্যান্য ঘনিষ্ঠ মহলের ব্যক্তিরা। এবার অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার ক্ষেত্রে আর কোনও বাধা থাকল না। আগামী সকালেই তাঁকে নিয়ে রওনা দিতে চলেছে গোয়েন্দারা।