শপথ বিতর্ক: এবার রাজ্যপালকে কড়া চ্যালেঞ্জ স্পিকারের! শুক্রেই নজিরবিহীন সিদ্ধান্ত?

শুক্রবারই কী উপনির্বাচনে দুই জয়ী প্রার্থীর শপথগ্রহণের দিন ঘোষণা করা হবে? ওই দিন থেকেই বসছে বিধানসভার বিশেষ অধিবেশন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শুক্রবারই বিএ কমিটির…

Speaker Biman Banerjee called assembly session on Friday over Sayantika Banerjee and Reyat Hossain oath

শুক্রবারই কী উপনির্বাচনে দুই জয়ী প্রার্থীর শপথগ্রহণের দিন ঘোষণা করা হবে? ওই দিন থেকেই বসছে বিধানসভার বিশেষ অধিবেশন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শুক্রবারই বিএ কমিটির বৈঠকডাকা হয়েছে। সেখানেই শপথের সিদ্ধান্ত গৃহীত হতে পারে বলে মনে করা হচ্ছে।

এ দিন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘ধরে নিতে হবে বিধানসভা সেশন চলছে। একাধিক কমিটির বিষয়ে ৮ জুলাইয়ের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। তার প্রেক্ষিতেই আমরা আগামী ৫ জুলাই বিধানসভার বিএ কমিটির বৈঠক ডেকেছি। সেখানে বিধানসভার কার্যবিবরণী কি হবে, তা নিয়ে আলোচনা হবে। শুক্রবার দুপুর ২ টোয় হাউজ শুরু হবে।’

   

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেনের শপথ বিতর্কেও মুখ কোলেন স্পিকার। বলেন, ‘আইনে যা আছে, তাই অনুযায়ী কাজ করা হচ্ছে। আমাদের অধিবেশন চলবে নিয়মানুযায়ী। ৩০ দিন হয়ে গেল তাঁরা ধর্না দিচ্ছেন। পরবর্তী বৈঠকে ওঁদের বিষয়ে জানানো হবে। আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। বিজনেস কমিটির বৈঠক হবে। শুক্রবার শপথ সহ বিভিন্ন বিষয়ে জানিয়ে দেব। সব অধিবেশনেই শপথ নেওয়ার ব্যবস্থা আছে৷’

বরাহনগর ও ভগবানগোলা উপনির্বাচনে নির্বাচিত হয়েছেন যতাক্রমে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবংরেয়াত হোসেন সরকার। তারপর ১ মাস হয়ে গেল। কিন্তু, বিধায়ক পদে শপথগ্রহণ করতে পারেননি তাঁরা। টানাপড়েন অব্যাহত৷ দুই বিধায়কের রাজভবনে শপথগ্রহণের কথা জানিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ কিন্তু, তাতে রাজি হননি সায়ন্তিকারা৷ তাঁরা বিধানসভায় শপথগ্রহণ করানোরই দাবি জানিয়েছিলেন৷ তকাতে রাজি নন রাজ্যপাল। এরপরই বিধানসভা চত্বরে অম্বেদকরের মূর্তির নীচে ধর্ণায় বসেন সায়ন্তিকা ও কেয়াত হোসেন৷ বৃহস্পতিবারও সেই ধর্ণা চলছে।