শারদীয়ায় নতুন সমীকরণ? তৃতীয়ার সন্ধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সারলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। প্রায় তিন ঘণ্টা ধরে আলোচনা চলে৷ শোভন স্পষ্টভাবেই দলের কাজে সক্রিয় হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “অভিষেকের সঙ্গে কথোপকথন সত্যিই প্রগাঢ় এবং উৎসাহদায়ক। আমি মুগ্ধ হয়েছি৷ ও অনেক পরিণত। দলের কাজে যেখানে প্রয়োজন, সেখানেই নিজেকে ব্যবহার করতে চাই।”
দীর্ঘদিন কলকাতার মেয়র পদে
শোভন চট্টোপাধ্যায় আগে তৃণমূলে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। দীর্ঘকাল কলকাতার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং রাজ্যের মন্ত্রিত্বও সামলেছেন। ২০১৯ সালে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন, কিন্তু কখনও সক্রিয় রাজনৈতিক ভূমিকা নেননি। পরে বিজেপি ছেড়ে রাজনীতিতে বিরতি নেন। এরপর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পুনরায় ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে তাঁর।
এদিনের বৈঠক এবং শোভনের আগ্রহ প্রকাশ রাজনীতিতে তাঁর সম্ভাব্য কামব্যাকের ইঙ্গিত মিলেছে। বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানান, “এটি আমার কাছে শারদ উৎসবের সেরা উপহার। শোভনের সক্রিয়তা এখন শুধু সময়ের অপেক্ষা। মমতাদির সঙ্গে শোভনের ভালোবাসার সম্পর্কটা কাছ থেকে দেখেছি৷ অভিষেকের সঙ্গে তাঁর আন্তরিকতা স্পষ্টভাবে লক্ষ্য করা গিয়েছে।”
‘রাজনীতিতে ফিরতে চাই’ Sovan Chatterjee TMC Comeback
শোভন নিজেও স্পষ্টভাবে বলেছেন, “আমি আবার রাজনীতিতে ফিরতে চাই এবং সেটা তৃণমূলে। কারণ এই দল আমার জন্য শুধু রাজনৈতিক মঞ্চ নয়, বরং পরিবার এবং রক্তের সম্পর্কও।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শোভনের এই ফিরে আসা তৃণমূলের জন্য গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে প্রমাণিত হবে, বিশেষত রাজ্য রাজনীতিতে দলের ঘনিষ্ঠতা ও প্রভাব বাড়ানোর ক্ষেত্রে।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
