HomeBharatPoliticsমাধ্যমিক স্তরে স্কুলছুটে 'এগিয়ে বাংলা'! মমতাকে তুলোধোনা বিজেপির

মাধ্যমিক স্তরে স্কুলছুটে ‘এগিয়ে বাংলা’! মমতাকে তুলোধোনা বিজেপির

- Advertisement -

কলকাতা: ‘কন্যাশ্রী’, ‘সবুজ সাথী’-র মত প্রকল্পের পরেও মাধ্যমিক স্তরের পড়ুয়াদের ধরে রাখা যাচ্ছে না। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রকাশিত কেন্দ্রীয় রিপোর্টে পশ্চিমবঙ্গে স্কুলছুটের (School Dropout) হার শূন্য বলে উল্লেখ করা হয়। তবে তা ছিল শুধুমাত্র প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে। যেখানে এই দুই স্তরে স্কুলছুটের হার শূন্য, সেখানেই পশ্চিমবঙ্গের মাধ্যমিক স্তরে স্কুল ছুটের হার ছিল উদ্বেগজনক!

শনিবার এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তুলোধোনা করল বিজেপি (BJP)। বঙ্গ বিজেপির অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লেখা হয়, “মাধ্যমিক স্তরে স্কুলছুটের নিরিখে দেশের প্রথম স্থানে পশ্চিমবঙ্গ”।

   

https://x.com/BJP4Bengal/status/1987079232636567600

এরপর সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষাগত যোগ্যতাকে কটাক্ষ করে পোস্টটিতে লেখা হিয়, “যেখানে ওনার নিজেরই পূর্ব জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের ভুয়ো PhD রয়েছে, সেখানে উনি শিশুদের জীবনে শিক্ষার গুরুত্ব কি করে বুঝবেন?”

পোস্টটিতে আরও লেখা হয়, “মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পশ্চিমবঙ্গকে যে পর্যায়ে এনে দাঁড় করিয়েছেন, তা অত্যন্ত দুঃখজনক। একসময় বাংলা আধুনিক শিক্ষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। আর আজ সেই বাংলা কোথায় গিয়ে দাঁড়িয়েছে?” “দুর্নীতি, তোষণ এবং অবহেলার মাধ্যমে মমতা পশ্চিমবঙ্গের বর্তমানকে ধ্বংস করছেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছেন”, বলে পোস্টটিতে আরও উল্লেখ করা হয়।

চলতি বছরই পশ্চিমবঙ্গের ‘স্কুলছুটের হার শূন্য’ রব ওঠে

প্রসঙ্গত, এই বছর জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গে ‘স্কুলছুটের হার শূন্য’ বলে রব ওঠে। মূলত কন্যাশ্রী ও সবুজ সাথী প্রকল্পের জন্যই এই অসাধ্য সাধন হয়েছে বলে সমাজমাধ্যমে আস্ফালন দেখা যায়। কিন্তু এটি ছিল অর্ধসত্য।

কেননা, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রকাশিত কেন্দ্রীয় রিপোর্টে পশ্চিমবঙ্গের কেবল প্রাইমারি ও আপার প্রাইমারি স্তরে স্কুলছুটের হার শূন্য ছিল। সেই রিপোর্টেই মাধ্যমিক স্তরে দেশের সবচেয়ে বেশি স্কুলছুটের (School Dropout) হার বিহারে (২৫.৬৩%) বলা হয়। পশ্চিমবঙ্গের সংখ্যাও ছিল উদ্বেগজনক (১৭.৮৫%)।

- Advertisement -
Devi Bhattacharya
Devi Bhattacharyahttps://kolkata24x7.in/
প্রশ্ন করতে, খুঁটিয়ে জানতে এবং উত্তর খুঁজতে ভালোবাসি। খবর অনুসন্ধান, ঘটনার অন্তরালের কারণ বিশ্লেষণ এবং সেগুলোকে শব্দে বুনে তোলার চেষ্টা করি। স্বচ্ছ, নির্ভীক ও নিরপেক্ষ সাংবাদিকতা করার লক্ষ্য নিয়ে গত ৪ বছর ধরে এই প্রফেশনে যুক্ত আছি। এছাড়াও আবৃত্তি করতে, ভ্রমণ এবং সেই ভ্রমণকাহিনি লিখতে ভালোবাসি।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular